বুলেটে ঝাঁঝরা মাথা, সর্বকনিষ্ঠ অঙ্গদাতা রোলির অঙ্গে বাঁচবে পাঁচ শিশু !
নিউজবাংলা ডেস্ক, নয়াদিল্লি : ৬ বছরের রোলিকে মেরেও ‘মারতে’ পারল না দুষ্কৃতীরা ! রোলি বেঁচে থাকবে পাঁচজনের মধ্যে। দুষ্কৃতীদের একাধিক বুলেট তার প্রাণ কেড়ে নিয়েছি ঠিকই। তবে অন্যের শরীরে হার্ট, কিডনি, লিভার, কর্…