WestBengalElection2026 : নিজেদের নেতারাই ব্রাত্য!? ভূমিপুত্রদের ডানা ছেঁটে ময়দানে ৬০০ বহিরাগত ! দিল্লির রিমোট কন্ট্রোলে কি এবার বাংলা দখলের স্বপ্ন ? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WestBengalElection2026 : নিজেদের নেতারাই ব্রাত্য!? ভূমিপুত্রদের ডানা ছেঁটে ময়দানে ৬০০ বহিরাগত ! দিল্লির রিমোট কন্ট্রোলে কি এবার বাংলা দখলের স্বপ্ন ?

নিউজবাংলা :এসআইআর (SIR) কৌশলেবিশেষসুবিধাহয়নি, উল্টেজনমানসেক্ষোভবেড়েছে।এইপরিস্থিতিতেবাংলারভূমিপুত্রদেরওপরআরভরসারাখতেপারছেনাবিজেপিরকেন্দ্রীয়নেতৃত্ব।তাইগতবিধানসভাওলোকসভানির্বাচনের (WestBengalElection2026)ধাঁচেইএবারবুথস্তরেপাঠানোহচ্ছ…


নিউজবাংলা : এসআইআর (SIR) কৌশলে বিশেষ সুবিধা হয়নি, উল্টে জনমানসে ক্ষোভ বেড়েছে। এই পরিস্থিতিতে বাংলার ভূমিপুত্রদের ওপর আর ভরসা রাখতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই গত বিধানসভা লোকসভা নির্বাচনের (WestBengalElection2026) ধাঁচেই এবার বুথস্তরে পাঠানো হচ্ছে কয়েকশ বহিরাগত প্রতিনিধিকে। লক্ষ্য— ‘ভাড়াটে সৈনিকদিয়ে বাংলা বিজয়।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ভিনরাজ্যের একজন করে নেতাকে দায়িত্ব দিয়ে আনা হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে রাজস্থান, হরিয়ানা বিহার-সহ বিভিন্ন রাজ্য থেকে আরও প্রায় ৬০০ জন নেতাকে বাংলায় পাঠাচ্ছে দিল্লির হাইকম্যান্ড। প্রতিটি মণ্ডলের জন্য তাঁদেরহায়ারকরা হচ্ছে। কোনো সাংগঠনিক জেলায় ৩০ জন, আবার কোথাও ৩৫ জনের টিম পাঠানো হচ্ছে।

ক্ষোভ ঘরের অন্দরেই দলের এই সিদ্ধান্তে আদি বিজেপি শিবিরের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য বিজেপির একাংশের মতে, যাঁরা রাজ্যের সংস্কৃতি বা ভাষা বোঝেন না, তাঁরা বাঙালির মন জয় করবেন কীভাবে? কর্মীদের বড় অংশের অভিযোগ, স্থানীয় নেতাদের উপেক্ষা করে বাইরের লোকেদের গুরুত্ব দেওয়ায় সংগঠনে হিতে বিপরীত হতে পারে। যদিও এই আপত্তিকে কার্যত গুরুত্বই দিচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব।

নজরে কোন জেলা? বিজেপি সূত্রে খবর, সবথেকে বেশি ভিনরাজ্যের নেতা পাঠানো হচ্ছে পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। মঙ্গলবার থেকেই এই প্রতিনিধিরা রাজ্যে প্রবেশ করতে শুরু করবেন বলে জানা গিয়েছে। তাঁদের প্রত্যেকের দায়িত্বও সুনির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে।

বিলাসবহুল আতিথেয়তা জানা গিয়েছে, ভিনরাজ্যের এই নেতাদের জন্য এলাহি বন্দোবস্ত করা হয়েছে। তাঁরা বিলাসবহুল হোটেলে থাকছেন এবং দামি গাড়িতে চড়ে বিধানসভা কেন্দ্রগুলিতে ঘুরছেন। শুধু তাই নয়, প্রচারের কাজের জন্য বিহার থেকে প্রায় ৬০টি মোটরবাইক আনা হয়েছে রাঢ়বঙ্গের জেলাগুলোর জন্য। অন্যান্য জোনেও একইভাবে বাইক পাঠানো হচ্ছে।

বাইরের নেতাদের জন্য এই বিপুল অর্থ খরচ নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। রাজ্যস্তরের এক নেতার কথায়, "ঘরের লোকেদের ওপর ভরসা না করে বাইরের লোক দিয়ে কি আর যুদ্ধ জেতা যায়?"

#WestBengalElection2026 #BengalPolitics #BJPBengal #WestBengalNews #ElectionUpdate #NewzBangla

--তথ্যসূত্র - বর্তমান পত্রিকা

No comments