Trinamool Congress : কলকাতায় ইডি তল্লাশির ঢেউ আছড়ে পড়ল শাহের দফতরের সামনে, পুলিশ-তৃণমূল ধস্তাধস্তিতে রণক্ষেত্র দিল্লি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Trinamool Congress : কলকাতায় ইডি তল্লাশির ঢেউ আছড়ে পড়ল শাহের দফতরের সামনে, পুলিশ-তৃণমূল ধস্তাধস্তিতে রণক্ষেত্র দিল্লি !

নিউজবাংলা, দিল্লিকলকাতা:আইপ্যাক-কাণ্ডেরপ্রতিবাদেখোদকেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহেরদফতরেরসামনেতৃণমূলেরনজিরবিহীনবিক্ষোভকেকেন্দ্রকরেশুক্রবারসকালথেকেরণক্ষেত্রেরচেহারানিলরাজধানী (Trinamool Congress)দিল্লিররাজপথ।তৃণমূলসাংসদদেরটেনে…

নিউজবাংলা, দিল্লি কলকাতা: আইপ্যাক-কাণ্ডের প্রতিবাদে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে তৃণমূলের নজিরবিহীন বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী (Trinamool Congress) দিল্লির রাজপথ। তৃণমূল সাংসদদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা থেকে শুরু করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিসব মিলিয়ে শাসক-বিপক্ষ সংঘাত চরমে পৌঁছাল। এদিন সকালেই দিল্লিতে এই উত্তেজনার আঁচ এসে পড়ে কলকাতাতেও।

শুক্রবার সকাল ৮টা নাগাদ নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের সামনে হঠাৎই হাজির হন ডেরেক ব্রায়েন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, সাকেত গোখলে-সহ তৃণমূলের আট জন সাংসদ। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইডি-কে ব্যবহার করে আইপ্যাকের দফতর থেকে নির্বাচনী রণকৌশলচুরিকরছে কেন্দ্র। 

ঘণ্টা দেড়েক অবস্থান চলার পর দিল্লি পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শতাব্দী রায় প্রতিমা মণ্ডলকে কার্যত টেনে-হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। সাংসদ বাপি হালদারকে পাঁজাকোলা করে ভ্যানে তোলা হয়। ডেরেক ব্রায়েন চিৎকার করে বলতে থাকেন, “নির্বাচিত জনপ্রতিনিধিদের গায়ে হাত দেবেন না।শেষমেশ বিক্ষোভকারীদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

দিল্লির এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি তোপ দেগে লেখেন, “এটি বিজেপির নতুন ভারতের নমুনা। এখানে অপরাধীদের পুরস্কৃত করা হয় আর গণতন্ত্রকে শাস্তি দেওয়া হয়। সারা দেশ আত্মসমর্পণ করলেও বাংলা প্রতিরোধ করবেই।তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডল থেকেও সরাসরি অমিত শাহকে বিঁধে প্রশ্ন তোলা হয়েছে, ভিন্নমত দমন করতেই কি দিল্লি পুলিশকে ব্যবহার করা হচ্ছে?

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অভিযোগ করেছিলেন, ভোটের আগে কৌশল চুরি করতেই এই হানা। প্রতিবাদে গতকাল থেকেই রাজ্যের প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল শুরু করেছে তৃণমূল।

সাত সকালে কি ঘটল দিল্লীতে দেখুন :

শুক্রবার কলকাতায় এই প্রতিবাদের সুর আরও চড়াতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত এক মেগা মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। উত্তর থেকে দক্ষিণআইপ্যাক-অভিযানকে হাতিয়ার করে ইডি তথা কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হয়ে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে এইতদন্ত বনাম প্রতিরোধলড়াই বাংলার রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল।#BreakingNews #TMCProtest #DelhiPolice #AmitShah #IPacRaids #EDScandal #NewzBangla

No comments