Weather Update : পারদ-পতন না কি ফ্রিজার? কাঁপছে তিলোত্তমা, জবুথবু জেলা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Weather Update : পারদ-পতন না কি ফ্রিজার? কাঁপছে তিলোত্তমা, জবুথবু জেলা !

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের মারকাটারি ব্যাটিং চলছে, চলবে! আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, আজ শুক্রবার এবং কাল শনিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ…


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের মারকাটারি ব্যাটিং চলছে, চলবে! আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, আজ শুক্রবার এবং কাল শনিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আগামী দিন সাতেক সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন হবে না। অর্থাৎ, রাজ্যজুড়ে কনকনে শীতের আমেজ আরও বেশ কয়েকদিন তারিয়ে উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

​স্বাভাবিকের নিচেই থাকবে পারদ

​আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, আগামী দু’দিন গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে। শুধু রাতে নয়, দিনের বেলাতেও বজায় থাকবে শিরশিরানি। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে।

​কুয়াশার দাপট

​দক্ষিণবঙ্গের কিছু এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

​জেলাওয়ারী তাপমাত্রার একনজরে পরিসংখ্যান

​বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন, যেখানে পারদ নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। অন্যান্য জেলাগুলির অবস্থাও তথৈবচ:

  • বাঁকুড়া ও কল্যাণী: সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৭.১ ও ৭.৫ ডিগ্রি।
  • কলকাতা: শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি।
  • সিউড়ি, বহরমপুর, বর্ধমান: তাপমাত্রা ছিল ৮ ডিগ্রির ঘরে।
  • আসানসোল, পানাগড়, কৃষ্ণনগর, কাঁথি, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া, বারাকপুর: এখানেও পারদ ছিল ৯ ডিগ্রির আশেপাশে।
  • উপকূলবর্তী এলাকা (দিঘা ও কাকদ্বীপ): তাপমাত্রা ছিল যথাক্রমে ১০.১ ও ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

​পাহাড় ও উত্তরবঙ্গের খবর

​উত্তরের পাহাড়ি এলাকায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দার্জিলিং পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি।

​আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে ঝকঝকে রোদেলা দিন আর হাড়কাঁপানো উত্তুরে হাওয়ার যুগলবন্দিতেই কাটবে আগামী কয়েক দিন।

#KolkataWeather ​#BengalWinter ​#WeatherUpdate ​#ColdWave ​#WinterAlert ​#MercuryDrop #NewzBangla

No comments