নিউজবাংলা, ময়না:বছরেরশুরুতেইময়নারসুদামপুরেবিজেপিকর্মীসুব্রতঅধিকারীর (৩৩) মৃত্যুঘিরেযেরহস্যদানাবেঁধেছিল, তারযবনিকা (Moyna Incident)টানলজেলাপুলিশ।শুক্রবারপূর্বমেদিনীপুরেরপুলিশসুপারমিতুনকুমারদেজানিয়েছেন, ময়নাতদন্তেরপ্রাথমিকরিপোর্টঅন…
নিউজবাংলা, ময়না: বছরের শুরুতেই ময়নার সুদামপুরে বিজেপি কর্মী সুব্রত অধিকারীর (৩৩) মৃত্যু ঘিরে যে রহস্য দানা
বেঁধেছিল, তার যবনিকা (Moyna Incident) টানল জেলা পুলিশ। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, ময়নাতদন্তের
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই যুবকের মৃত্যু
আদতে একটি দুর্ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে সব দিক খোলা
রাখছে পুলিশ।
রবিবার
রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে
বাড়ির কাছের পুকুর থেকে সুব্রতর দেহ উদ্ধার হয়। দেহটি দেখে অনেকেরই মনে হয়েছিল, সেটি টানা চারদিন জলে ছিল না। এই নিয়ে শুরু
হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। এদিন পুলিশ সুপার স্পষ্ট জানান, “ময়নাতদন্তের সময় পরিবারের সদস্য এবং তদন্তকারী অফিসার উপস্থিত ছিলেন। অটোপ্সি সার্জেনের প্রাথমিক রিপোর্ট বলছে, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। মৃতের পাকস্থলীতে অ্যালকোহলের উপস্থিতি মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ
অবস্থায় ছিলেন।”
[আরও পড়ুন : Moyna : উত্তপ্ত ময়না, নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে খুনের অভিযোগ !]
সুব্রতর
পরিবারের একটি বড় অভিযোগ ছিল
তাঁর নিখোঁজ মোবাইল ফোনটি নিয়ে। পরিবারের প্রশ্ন ছিল, পুকুর থেকে দেহ মিললেও ফোন কেন মিলছে না? তবে শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তির মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ফোনের কল লিস্ট খতিয়ে
দেখে ঘটনার দিন রাতে ঠিক কী হয়েছিল, তা
জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশি
তত্ত্ব মানতে নারাজ মৃতের পরিবার। সুব্রতর ভাই উত্তম অধিকারীর দাবি, “চারদিন জলে থাকলেও দাদার পায়ে চটি অক্ষত অবস্থায় ছিল। দেহ দেখেও মনে হয়নি অতদিন জলে ছিল। আমাদের সন্দেহ, রবিবার থেকে দাদাকে কোথাও আটকে রাখা হয়েছিল এবং বুধবার রাতে পুকুরে ফেলা হয়েছে।” স্থানীয় বিজেপি নেতা সুজিত বেরার অভিযোগ, “ভোটের আগে আমাদের সক্রিয় কর্মীকে খুনের চক্রান্ত হয়েছে। পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।”
বিজেপি
খুনের অভিযোগ তুললেও তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে নিছকই দুর্ঘটনা বলে দাবি করেছে। তাদের বক্তব্য, বিজেপি অযথা মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। ময়নাতদন্তের রিপোর্টই প্রমাণ করে দিয়েছে যে এর পিছনে
কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই।
আপাতত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের কথায়, “একটি প্রাণ গিয়েছে, তাই কোনও সম্ভাবনাকেই আমরা উড়িয়ে দিচ্ছি না। তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে সুদামপুর এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন রাখা হয়েছে পুলিশ বাহিনী।
#MoynaDeathCase #WestBengalPolitics #BJPWorkerDeath #BengalTension #PoliticalUnrest
No comments