Mahishadal : এক টাকায় লজেন্স, আর দু’টাকায় দুপুরের খাবার! মহিষাদলে অবাক কাণ্ড। - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Mahishadal : এক টাকায় লজেন্স, আর দু’টাকায় দুপুরের খাবার! মহিষাদলে অবাক কাণ্ড।

নিউজবাংলা, মহিষাদল: মহার্ঘ বাজারে যেখানে এক কাপ চাও পাঁচ-দশ টাকার নিচে মেলে না, সেখানে মাত্র দু’টাকায় মিলছে অন্নপূর্ণার আশীর্বাদ! অবিশ্বাস্য মনে হলেও এমনই (Mahishadal) অভাবনীয় ঘটনার সাক্ষী হতে চলেছে মহিষাদল। কোনো সরকারি অনুদান …



নিউজবাংলা, মহিষাদল: মহার্ঘ বাজারে যেখানে এক কাপ চাও পাঁচ-দশ টাকার নিচে মেলে না, সেখানে মাত্র দু’টাকায় মিলছে অন্নপূর্ণার আশীর্বাদ! অবিশ্বাস্য মনে হলেও এমনই (Mahishadal) অভাবনীয় ঘটনার সাক্ষী হতে চলেছে মহিষাদল। কোনো সরকারি অনুদান বা রাজনৈতিক চটক নয়, স্রেফ সদিচ্ছাকে সম্বল করে সাধারণ মানুষের পাতে দু’টাকায় ভরপেট আহার তুলে দিচ্ছে এলাকার এক জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংস্থা।
মহিষাদলের পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘মহিষাদল বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র হাত ধরে শুরু হয়েছে এই নয়া প্রকল্প। সংস্থার কর্ণধার প্রলয় দাস জানিয়েছেন, প্রকল্পের নাম রাখা হয়েছে ‘অতিথি সেবা’। মূলত মহিষাদল পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নিরামিষ হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এই সংস্থা। সেখান থেকেই মিলবে এই বিশেষ আহার।

খাওয়ার পদ্ধতি:

  • ​প্রথমে সংস্থা থেকে সংগ্রহ করতে হবে নির্দিষ্ট কুপন।
  • ​এই কুপন জমা দিলেই ওই নির্দিষ্ট হোটেলে মিলবে অন্নপ্রসাদ।
​কারা খেতে পারবেন? 
  • সংস্থার তরফে জানানো হয়েছে, এখানে কোনও জাতি, ধর্ম বা বর্ণের বাছবিচার নেই। দুঃস্থ মানুষ থেকে শুরু করে যে কোনও অভাবী ব্যক্তি এই সুবিধা নিতে পারবেন।

সংস্থার কর্ণধার প্রলয় দাসের কথায়, "আমাদের লক্ষ্য ছিল এলাকার অসহায় ও শ্রমজীবী মানুষগুলোর পাশে দাঁড়ানো। আপাতত আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এটি শুরু করেছি। প্রতিদিন ৫ জন করে এই সুবিধা পাবেন এবং প্রতি রবিবার ১০ জন ব্র্যক্তিকে এই কুপন দেওয়া হবে। আগামী দিনে সামর্থ্য অনুযায়ী এই সংখ্যাটা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।" মূলত শিক্ষামূলক কাজ দিয়ে পথ চলা শুরু করলেও, এখন জনসেবার নানা আঙিনায় নিজেদের মেলে ধরছে এই সোসাইটি।

উদ্যোক্তাদের এই অভিনব প্রচেষ্টায় আপ্লুত মহিষাদলবাসী। স্থানীয় এক বাসিন্দার কথায়, "শহরের জাঁকজমকের আড়ালে এমন বহু মানুষ আছেন যাঁদের হোটেলে ঢুকে খাওয়ার ক্ষমতা নেই। সেইসব লড়াই করা মানুষের মুখে নামমাত্র মূল্যে খাবার তুলে দেওয়া এক বিশাল পুণ্য। মহিষাদলে এই প্রথম এমন উদ্যোগ দেখলাম।"

আপাতত ছোট আকারে শুরু হলেও ‘মহিষাদল বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র এই পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে এই ২ টাকার লড়াই কতদূর এগোয়, এখন সেটাই দেখার।

কিভাবে কোথায় মিলবে কুপন, বিস্তারিত নীচে দেওয়া স্টিকারে দেখে নিন : 


​#Mahishadal #SocialWelfare #KindnessMatters #HumanityFirst #WestBengalNews #Inspiration #SocialImpact #2RupeeMeal #ServiceToMan #HelpingHands

No comments