নিউজবাংলা, নন্দীগ্রাম : ভোট যত এগিয়ে আসছে, নন্দীগ্রামের মাটিতে রাজনীতির লড়াই ততই ‘প্রেসার মাপা’র লড়াইতে পরিণত হচ্ছে। একদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্প, অন্যদিকে বিজেপির পাল্টা স্বাস্থ্য শিবির— সব মিলি…
নিউজবাংলা, নন্দীগ্রাম : ভোট যত এগিয়ে আসছে, নন্দীগ্রামের মাটিতে রাজনীতির লড়াই ততই ‘প্রেসার মাপা’র লড়াইতে পরিণত হচ্ছে। একদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্প, অন্যদিকে বিজেপির পাল্টা স্বাস্থ্য শিবির— সব মিলিয়ে রবিবাসরীয় নন্দীগ্রামে এখন স্ট্রেথোস্কোপ বনাম রক্তচাপ মাপার যন্ত্রের টক্কর। সৌজন্যে, দুই শিবিরের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার হিড়িক।
নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে কার্যত উৎসবের মেজাজে শুরু হয়েছে অভিষেকের ‘সেবাশ্রয়’। প্রতিদিন ভিড় জমছে হাজার হাজার মানুষের। নজর কাড়ছে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি। শিবিরের উদ্বোধনে এসে খোদ অভিষেক আশ্বাস দিয়েছেন, “দরকার হলে কলকাতা বা ভিন রাজ্যের নামী হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করব আমি নিজেই।” তাঁর দাবি, ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচিতে প্রতিদিন কয়েক’শো ফোন আসছিল এই এলাকায় শিবিরের জন্য। আগামী ১৫ দিন চলবে এই পরিষেবা। তৃণমূলের হুঙ্কার, জিতলে প্রতিটি পঞ্চায়েতে মিলবে স্থায়ী ‘সেবাশ্রয়’।
তৃণমূলের এই স্বাস্থ্য-রাজনীতিতে যখন ঘাসফুল শিবিরের পাল্লা ভারী হচ্ছে বলে মনে করছিল রাজনৈতিক মহল, ঠিক তখনই পাল্টা চাল দিল বিজেপি। রবিবার কান্ডপসরায় শুরু হয়েছে বিজেপির স্বাস্থ্য শিবির। সেখানেও হাজির জনা সাতেক ডাক্তারবাবু। যদিও তৃণমূলের কটাক্ষ, “ওরা নকলনবিশ!”
তৃণমূল, বাপ্পাদিত্য গর্গ : “তৃণমূলের সেবাশ্রয় দেখে বিজেপি ভয় পেয়েছে। ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই আমাদের মডেল নকল করছে।”
বিজেপি, ধনঞ্জয় ঘড়া : “কারও অনুকরণ নয়, বিজেপি প্রতি বছর এই শিবির করে। আমাদের এখানে ওষুধ, এক্স-রে, ইসিজি সব বিনামূল্যে। রাজ্যকে আমাদের থেকে শিখতে হবে।”
তৃণমূল যখন আগামী দিনের ‘মডেল’ নিয়ে সরব, বিজেপি তখন তাদের শিবিরের দেড় হাজারি ভিড় আর বিনামূল্যে পরীক্ষার তালিকায় শান দিচ্ছে। তবে দুই শিবিরের এই ‘ডাক্তারি লড়াই’ আদতে ভোটারদের মন পাওয়ার প্রেসক্রিপশন কি না, তা নিয়ে চায়ের দোকানে জোর চর্চা।
নন্দীগ্রামের ময়দানে এখন একদিকে ‘ডায়মন্ড মডেল’ আর অন্যদিকে ‘গেরুয়া গ্যারান্টি’। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের নাড়ির স্পন্দন কার পক্ষে যায়, সেটাই এখন দেখার।

No comments