নিউজবাংলা, নন্দীগ্রাম:একপাশেযখনব্যানারছেঁড়াআরহুমকিররাজনীতিচলছে, তখনঅন্যপাশেশহিদপরিবারেরচোখেরজলমুছেসেবারডালাসাজিয়েবসলেনঅভিষেকবন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবারচাপা (Nandigram)উত্তেজনারআবহেইনন্দীগ্রাম১ও২নম্বরব্লকেতৃণমূলের ‘সেবাশ্রয়’ শিবিরে…
এদিন কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরেই তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষ যাতে এই স্বাস্থ্য শিবিরে আসতে না পারেন, তার জন্য রাস্তায় রাস্তায় ভয় দেখিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি ছিঁড়ে ফেলা হয়েছে প্রচারের পোস্টার-ব্যানার। কিন্তু সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করেই এদিন সাধারণ মানুষের ঢল নামে মডেল ক্যাম্পে। শহিদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ক্যাম্পের সূচনা করে অভিষেক বলেন, “এখানকার মানুষ আমাকে ফোন করে বলতেন, তাঁদের দেখার কেউ নেই। তাই দল পাশে দাঁড়িয়েছে।”
বিজেপির নাম না করে এদিন মেদিনীপুরের ‘ভূমিপুত্র’কে কড়া ভাষায় বিঁধেছেন অভিষেক। তিনি বলেন, “আমরা সেবাশ্রয় করার কথা ঘোষণা করার পর ওনারা তড়িঘড়ি দু’দিনের জন্য স্বাস্থ্য শিবির খুলেছিলেন। ব্যানার দেখেই ভণ্ডামি শুরু হয়। দু’দিন পরেই আবার সেই শিবির বন্ধ। কারা আসল আর কারা নকল মানুষ তা চিনে নিয়েছে।” তাঁর সংযোজন, “যারা ব্যানার ছিঁড়েছে, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলেই এই হতাশা।”
সেবার খতিয়ান ও প্রশ্নবাণ
নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতাকে সরাসরি তোপ দেগে অভিষেকের প্রশ্ন:
গত ১২ বছর কেন্দ্রে বিজেপি সরকার আর ৫ বছর আপনি ওই দলে, নন্দীগ্রামের মানুষের জন্য কী করেছেন?
একটা নতুন রাস্তা, পরিশ্রুত পানীয় জল বা বাড়ির ছাদ হয়েছে কি?
কেরালায় মৃত শ্রমিকের দেহ ফিরিয়ে আনার সময় আপনাদের দেখা মেলেনি কেন?
অভিষেক স্পষ্ট জানিয়েছেন, আগামী ১৫ দিন এই পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চলবে (সরস্বতী পুজোর দিন বাদে)। ১ ও ২ নম্বর ব্লকের এই মডেল ক্যাম্প থেকে শুধু প্রাথমিক চিকিৎসা নয়, জটিল রোগের ক্ষেত্রে ভিন রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসার সমস্ত খরচ ও দায়িত্ব নেবে তৃণমূল। তিনি প্রতিশ্রুতি দেন, “আগামী বিধানসভায় তৃণমূল এখানে জিতলে নন্দীগ্রামের ১৭টি অঞ্চলেই প্রতিবছর এমন মডেল ক্যাম্প তৈরি করা হবে।”
বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে এদিন অভিষেকের এই ‘মানবিক ঢাল’ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
#Nandigram #AbhishekBanerjee #SebashrayCamp #TrinamoolCongress #MissionNandigram #BengalPolitics #EkDaakeAbhishek #NewzBangla
No comments