Mahishadal : মুম্বাইতে পড়ে মহিষাদলের পরিযায়ী’র দেহ, প্রশাসনের দরজায় কড়া নেড়েও মেলেনি সুরাহা, ছেলেকে কি শেষবার দেখতে পাবে ? চরম দুশ্চিন্তায় অসহায় বিধবা মা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Mahishadal : মুম্বাইতে পড়ে মহিষাদলের পরিযায়ী’র দেহ, প্রশাসনের দরজায় কড়া নেড়েও মেলেনি সুরাহা, ছেলেকে কি শেষবার দেখতে পাবে ? চরম দুশ্চিন্তায় অসহায় বিধবা মা !

নিউজবাংলা, মহিষাদল : মুম্বাইতে সোনার কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে মহিষাদল (Mahishadal) থানার সরবেড়িয়া গ্রামের বাসিন্দা সুধারাম সেনাপতি (৩৩) ওরফে সিধু ওরফে নরেন। গত সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে গোবান্দি (Govandi railw…



নিউজবাংলা, মহিষাদল : মুম্বাইতে সোনার কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে মহিষাদল (Mahishadal) থানার সরবেড়িয়া গ্রামের বাসিন্দা সুধারাম সেনাপতি (৩৩) ওরফে সিধু ওরফে নরেন। গত সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে গোবান্দি (Govandi railway station) রেল স্টেশন লাগোয়া এলাকায়। পরে রেল পুলিশের তরফ থেকে দেহটি তুলে দেওয়া হয়েছে মুম্বাইয়ের ভাইখল্লা (Byculla Police Station) পুলিশ স্টেশনের হাতে। কিন্তু সেখান থেকে মৃতদেহটি কিভাবে বাড়িতে ফিরবে তা নিয়েই চরম উৎকণ্ঠায় রয়েছেন সিধু’র বিধবা মা।

সূত্রের খবর, বাবার মৃত্যুর পর মাঝপথে পড়া ছেড়ে বেশ কয়েকবছর ধরেই মুম্বাইয়ে সোনার কাজ করে সিধু। গত রবিবার ছুটি থাকায় কারখানা থেকে প্রায় ঘন্টাখানেকের পথ পাড়ি দিয়ে বন্ধুদের সঙ্গে দিনভর কাটায় সে। এরপর রাতে বাড়ি ফেরার পথে ট্রেন লাইনের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। সোমবার কাজে না আসায় সোনার কারখানায় খোঁজাখুজি শুরু হয়। পরে জানা যায় মুম্বাইয়ের গোবান্দি স্টেশন এলাকায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। সেখান থেকে দেহ এসেছে ভাইখল্লা থানায়।

একমাত্র ছেলের শোকে পাথর  আলপনা সেনাপতি জানিয়েছেন, “স্বামীর মৃত্যুর পর সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করি। পরে একমাত্র ছেলে রোজগারের আশায় দীর্ঘদিন ধরে মুম্বাইতে সোনার কাজ করত। আচমকা সোমবার জানতে পারি মুম্বাইতে রেল লাইনের ধার থেকে তার মৃত দেহ উদ্ধার হয়েছে। সেই থেকেই দেহ পড়ে রয়েছে পুলিশের কাছে। কিভাবে তাঁর দেহ ফেরানো যাবে তা নিয়ে কোনও রাস্তা খুঁজে পাচ্ছি না। একমাত্র ছেলেকে শেষবার দেখতে পাব কিনা তা জানি না”।

আলপনা জানিয়েছেন, ইতিমধ্যে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত দেহ ফেরার বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। এই বিষয়ে স্থানীয় কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত চক্রবর্তী জানান, “এই বিষয়টি স্থানীয় মহিষাদল থানায় জানানো হয়েছে। ওই মহিলা একা থাকেন। তাঁর একমাত্র ছেলের দেহ যাতে ঘরে ফেরানো যায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি”।

আরও পড়ুন : Mahishadal : মুম্বাইতে সোনার কাজে গিয়ে মহিষাদলের যুবকের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় !


তবে এরপরেও যে মৃতদেহটি মুম্বাই থেকে মহিষাদলে ফিরবে তার কোনও নিশ্চয়তা পাচ্ছেন না সিধুর পরিবার। মৃতের পরিবারের দাবী, প্রশাসনের তরফে মুম্বাই গিয়ে তদ্বির করে মৃতদেহ ফিরিয়ে আনার বন্দোবস্ত করার পরামর্শ দিয়েছে। কিন্তু মৃতদেহ আনার বিপুল খরচ বহন করা ওই বিধবা মহিলার পক্ষ্যে কার্যত অসম্ভব বলেই পরিবারের তরফে জানানো হয়েছে। এই অবস্থায় পরিযায়ী ছেলের দেহ নিজের বাড়িতে ফিরবে কিনা সেই অনিশ্চয়তা নিয়েই দিন কাটছে গোটা পরিবারের।

#JusticeForSudharamSenapati #BringSiduHome #MahishadalNews #PurbaMedinipur #HelpAlpanaSenapati #NewzBangla

No comments