Nandigram : অভিষেকের সেবাশ্রয় ঘিরে নন্দীগ্রামে ব্যানার-যুদ্ধ: আক্রান্ত তৃণমূল, দায় ঝেড়ে ‘জনরোষ’ দেখছে গেরুয়া শিবির ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : অভিষেকের সেবাশ্রয় ঘিরে নন্দীগ্রামে ব্যানার-যুদ্ধ: আক্রান্ত তৃণমূল, দায় ঝেড়ে ‘জনরোষ’ দেখছে গেরুয়া শিবির !

নিউজবাংলা, নন্দীগ্রাম :ডায়মন্ডহারবারেরপরএবারনন্দীগ্রাম।তৃণমূলেরসর্বভারতীয়সাধারণসম্পাদকঅভিষেকবন্দ্যোপাধ্যায়েরউদ্যোগেবৃহস্পতিবারথেকেনন্দীগ্রামেশুরুহচ্ছে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির।কিন্তুসেইশিবিরের (Nandigram)প্রচারঘিরে আগের দিনবুধব…

নিউজবাংলা, নন্দীগ্রাম : ডায়মন্ড হারবারের পর বার নন্দীগ্রাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছেসেবাশ্রয়স্বাস্থ্য শিবির। কিন্তু সেই শিবিরের (Nandigram) প্রচার ঘিরে আগের দিন বুধবার সকালে রণক্ষেত্রের চেহারা (Join Our Whatsapp, click here) নিল নন্দীগ্রাম- ব্লকের বয়াল এলাকা। ব্যানার টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের ব্লক কোর কমিটির সদস্য মনোজকুমার সামন্ত-সহ বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামের দুটি ব্লকে মডেল ক্যাম্পের মাধ্যমে শুরু হচ্ছে এই পরিষেবা। একটি ক্যাম্প হচ্ছে বাইপাস সংলগ্ন এলাকায় এবং অন্যটি খোদামবাড়িতে। এই কর্মসূচির প্রচারেই বুধবার সকালে বয়াল- গ্রাম পঞ্চায়েতের রামচক পূর্বপল্লির ২১ নম্বর বুথ এলাকায় ব্যানার টাঙাতে গিয়েছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেই সময় স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী তাঁদের বাধা দেন। বাগ্বিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, তৃণমূল কর্মীদের লক্ষ্য করে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

ঘটনার মূল পয়েন্টগুলি:

·         স্থান: নন্দীগ্রাম- ব্লকের বয়াল- গ্রাম পঞ্চায়েতের রামচক এলাকা।

·         ঘটনা:সেবাশ্রয়শিবিরের ব্যানার টাঙানোর সময় তৃণমূল কর্মীদের ওপর হামলা।

·         আহত: তৃণমূলের কোর কমিটির সদস্য মনোজকুমার সামন্ত আরও কয়েকজন কর্মী।

·         পুলিশি তৎপরতা: খবর পেয়েই নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূলের অভিযোগ, জনহিতকর কাজে বাধা দিতেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বিজেপি। এলাকায় উত্তেজনার সৃষ্টি করে সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করতে চাইছে তারা। ইতিমিধ্যেই এই ঘটনায় নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এলাকার সাধারণ মানুষ তৃণমূলের ওপর ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। মানুষের স্বতঃস্ফূর্ত রাগের বহিঃপ্রকাশ এটি।

আপাতত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার থেকে নির্ধারিত সূচি মেনেইসেবাশ্রয়শিবির শুরু হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

No comments