নিউজবাংলা, তমলুক ও কলকাতা: করোনা-স্মৃতি ফিকে হতে না হতেই রাজ্যে নতুন করে থাবা বসাল মারণ ভাইরাস ‘নিপা’। এবার এই মারণ রোগে আক্রান্ত (Medical Buletin) হলেন রাজ্যের দুই নার্স। আক্রান্তদের মধ্যে একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক যুবক…
নিউজবাংলা, তমলুক ও কলকাতা: করোনা-স্মৃতি ফিকে হতে না হতেই রাজ্যে নতুন করে থাবা বসাল মারণ ভাইরাস ‘নিপা’। এবার এই মারণ রোগে আক্রান্ত (Medical Buletin) হলেন রাজ্যের দুই নার্স। আক্রান্তদের মধ্যে একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক যুবক এবং অন্যজন কাটোয়ার এক তরুণী।
বর্তমানে দুজনেই বারাসতের একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, মহিলা নার্সের অবস্থা অত্যন্ত সংকটজনক। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ওই পুরুষ নার্সের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
চিকিৎসা দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ওই দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। দেরি না করে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (NIV) পাঠানো হয়। ল্যাবরেটরি থেকে আসা রিপোর্টে মহিলা নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তবে পুরুষ নার্সের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি বলে খবর।

No comments