Medical Buletin : নিপা-আতঙ্ক রাজ্যে, আক্রান্ত পূর্ব মেদিনীপুর ও কাটোয়ার দুই নার্স : একজনের অবস্থা সংকটজনক ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Medical Buletin : নিপা-আতঙ্ক রাজ্যে, আক্রান্ত পূর্ব মেদিনীপুর ও কাটোয়ার দুই নার্স : একজনের অবস্থা সংকটজনক !

নিউজবাংলা, তমলুক ও কলকাতা: করোনা-স্মৃতি ফিকে হতে না হতেই রাজ্যে নতুন করে থাবা বসাল মারণ ভাইরাস ‘নিপা’। এবার এই মারণ রোগে আক্রান্ত (Medical Buletin) হলেন রাজ্যের দুই নার্স। আক্রান্তদের মধ্যে একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক যুবক…

 

নিউজবাংলা, তমলুক ও কলকাতা: করোনা-স্মৃতি ফিকে হতে না হতেই রাজ্যে নতুন করে থাবা বসাল মারণ ভাইরাস ‘নিপা’। এবার এই মারণ রোগে আক্রান্ত (Medical Buletin) হলেন রাজ্যের দুই নার্স। আক্রান্তদের মধ্যে একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক যুবক এবং অন্যজন কাটোয়ার এক তরুণী।

বর্তমানে দুজনেই বারাসতের একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, মহিলা নার্সের অবস্থা অত্যন্ত সংকটজনক। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ওই পুরুষ নার্সের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

​চিকিৎসা দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ওই দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। দেরি না করে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (NIV) পাঠানো হয়। ল্যাবরেটরি থেকে আসা রিপোর্টে মহিলা নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তবে পুরুষ নার্সের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি বলে খবর।

​চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই ভাইরাসের মারণ ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে, কোভিডের ক্ষেত্রে মৃত্যুর হার যেখানে গড়ে ১.৫ শতাংশ, নিপা ভাইরাসের ক্ষেত্রে সেই হার ভয়াবহভাবে বেশি— প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ। আরও আশঙ্কার কথা এই যে, নিপা ভাইরাসের এখনও কোনও সুনির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। ফলে আক্রান্তদের মূলত উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক এবং জ্বরের ওষুধের মাধ্যমেই রোগীদের সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য দপ্তর এখনই আতঙ্কিত হতে বারণ করলেও বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছে। চিকিৎসকদের মতে, নিপা রুখতে করোনা-কালের সেই চেনা অভ্যাসগুলোই মোক্ষম হাতিয়ার। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নার্স ও চিকিৎসকদের ক্ষেত্রে পিপিই কিট ও বিশেষ সুরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


No comments