Nandigram : শুভেন্দুর গড়ে ঘাসফুলের দাপট, সমবায় নির্বাচনে ধূলিসাৎ গেরুয়া শিবির ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : শুভেন্দুর গড়ে ঘাসফুলের দাপট, সমবায় নির্বাচনে ধূলিসাৎ গেরুয়া শিবির !

নিউজবাংলা, নন্দীগ্রাম : হাইভোল্টেজ নন্দীগ্রামে ফের একবার নিজেদের রাজনৈতিক আধিপত্যের প্রমাণ (Nandigram) দিল শাসক দল। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে বড়সড় ধাক্কা খেল বিজেপি। রবিবার নন…

 

নিউজবাংলা, নন্দীগ্রাম : হাইভোল্টেজ নন্দীগ্রামে ফের একবার নিজেদের রাজনৈতিক আধিপত্যের প্রমাণ (Nandigram) দিল শাসক দল। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে বড়সড় ধাক্কা খেল বিজেপি। রবিবার নন্দীগ্রামের আমদাবাদ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার আমদাবাদ কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর নির্বাচনে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ১২টি আসনের সবকটিতেই ফুটেছে ঘাসফুল। বাম এবং বিজেপি—উভয় শিবিরকেই কার্যত ধরাশায়ী করে সমবায়ের রাশ নিজেদের হাতে নিল তৃণমূল।

একদা বামেদের অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল আমদাবাদের এই সমবায় সমিতিটি। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই এই সমবায়ের দখল নিতে মরিয়া ছিল তৃণমূল। দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন সম্পন্ন হয়। তৃণমূল, বিজেপি এবং সিপিএম—তিন পক্ষই ১২টি আসনে প্রার্থী দিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছিল। কিন্তু ভোটবাক্স খুলতেই দেখা যায়, বিরোধীদের যাবতীয় প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে গিয়েছে। সবকটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।

এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অরুণাভ ভুঁইয়া জয়ের পর বলেন, "দীর্ঘদিন এখানে ভোট করানো সম্ভব হয়নি। এবার ত্রিমুখী কঠিন লড়াই ছিল। সব দলই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন। বিধানসভা ভোটের আগে এই ফলাফল প্রমাণ করে দিল যে নন্দীগ্রামে বিজেপির মাটি ক্রমশ আলগা হচ্ছে।"

যদিও এই হারকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, "নন্দীগ্রামের অধিকাংশ সমবায়েই তৃণমূলের ভরাডুবি হয়েছে। মাত্র একটি জায়গায় জিতে তারা যদি আকাশকুসুম স্বপ্ন দেখে, তবে সেটা বোকামি হবে। বিধানসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না।"

​তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর নিজের এলাকায় এহেন ফল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে।

No comments