Egra : আইনি লড়াইয়ে ‘বিজেপি ঘনিষ্ঠ’ মুখ, এগরার স্বপনকে ঘিরে তুঙ্গে দলবদলের জল্পনা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Egra : আইনি লড়াইয়ে ‘বিজেপি ঘনিষ্ঠ’ মুখ, এগরার স্বপনকে ঘিরে তুঙ্গে দলবদলের জল্পনা !

নিউজবাংলা | এগরা : ​নিছকই পেশাদারিত্ব নাকি রাজনৈতিক সমীকরণের চোরাস্রোত? এগরার তৃণমূল পুরপ্রধান স্বপন নায়েকের গ্রেফতারির পর তাঁর আইনি (Egra) লড়াইকে কেন্দ্র করে এখন এই প্রশ্নেই সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি। কাঠগড়ায় দাঁড়িয়ে স্বপ…

 


নিউজবাংলা | এগরা : ​নিছকই পেশাদারিত্ব নাকি রাজনৈতিক সমীকরণের চোরাস্রোত? এগরার তৃণমূল পুরপ্রধান স্বপন নায়েকের গ্রেফতারির পর তাঁর আইনি (Egra) লড়াইকে কেন্দ্র করে এখন এই প্রশ্নেই সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি। কাঠগড়ায় দাঁড়িয়ে স্বপনবাবু যখন জামিনের আর্জি জানাচ্ছেন, তখন তাঁর সপক্ষে সওয়াল করতে দেখা গেল এমন সব আইনজীবীদের, যাঁদের পরিচয় জেলার রাজনৈতিক মহলে ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবেই সুবিদিত। আর এই ঘটনা ঘিরেই দানা বাঁধছে নতুন জল্পনা— তবে কি ভোটের মুখে শিবির বদলের জমি প্রস্তুত করছেন অপসারিত এই পুরপ্রধান?

​শনিবার কাঁথি মহকুমা আদালতে স্বপনবাবুর হয়ে সওয়াল করতে দেখা যায় আইনজীবী অনির্বাণ চক্রবর্তীকে। উল্লেখ্য, অনির্বাণবাবু খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অধিকাংশ মামলা পরিচালনা করেন। 

আরও পড়ুন : ‘৫৫ বছর দল করার পুরস্কার পেলাম’, জমি কেলেঙ্কারিতে ধৃত এগরার পুরপ্রধানের নিশানায় কি নিজের দলই?

স্বপনবাবুর পক্ষে সওয়াল করেছেন নির্মলা দাসও, যিনি গত পুরভোটে কাঁথিতে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও অনির্বাণবাবুর দাবি, "এটির সঙ্গে রাজনীতির যোগ নেই, পেশাদারিত্বের খাতিরেই মামলা লড়ছি।" কিন্তু রাজনীতির কারবারিরা অঙ্ক মেলাতে শুরু করেছেন অন্য জায়গায়।

​গ্রেফতারির আগে থেকেই স্বপনবাবুর প্রতি ‘নৈতিক সমর্থনে’র কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, বশ্যতা স্বীকার না করার মাসুল দিতে হচ্ছে পুরপ্রধানকে। এমনকি শনিবার আদালত চত্বরেও শুভেন্দু-ঘনিষ্ঠ দুই বিজেপি নেতাকে দেখা গিয়েছে স্বপনবাবুর জন্য অপেক্ষা করতে।
তৃণমূলের জেলা (কাঁথি) সভাপতি পীযূষকান্তি পণ্ডার গলায় তীব্র কটাক্ষ। তিনি বলেন, "স্বপনবাবু যে বিরোধী শিবিরের সঙ্গে তলায় তলায় সখ্যতা রাখছিলেন, তা অনাস্থা ভোটের দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কে কোথায় যাবেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।" পাল্টা জবাবে নগর বিজেপির সভাপতি চন্দন মাইতির দাবি, "পুরপ্রধানের সঙ্গে সৌজন্যের খাতিরে যোগাযোগ থাকা মানেই রাজনীতি নয়।"

কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হওয়া স্বপন নায়েকের রাজনৈতিক জীবন বরাবরই ঘটনাবহুল। ২০০৯ সালে জোট জমানায় প্রথম পুরপ্রধান হওয়া, পরে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূলে আসা— বারবার পালাবদল দেখেছেন তিনি। তবে কি এবার জেল-যাত্রার পথ ধরে পুরনো গুরুর (শিশির অধিকারী) দেখানো পথেই পদ্ম-শিবিরে নাম লেখাবেন তিনি?

আপাতত এই চর্চাতেই মজেছে এগরার চায়ের দোকান থেকে রাজনৈতিক অলিন্দ। ​বিরোধীদের কটাক্ষ, "তৃণমূলে এটাই দস্তুর। আজ যে নায়ক, সময়ের ফেরে কাল সে-ই প্রতিনায়ক।" ৫৩ বছরের রাজনৈতিক কেরিয়ারে স্বপন নায়েকের এই ‘উপহার’ প্রাপ্তি জেলার রাজনীতিতে বড় কোনো ঝড়ের পূর্বাভাস কি না, সময় তার উত্তর দেবে।
​#EgraPolitics ​#WestBengalPolitics ​#TMC vs #BJP ​#PoliticalSpeculation ​#EastMidnaporeNews ​#PurbaMedinipur


No comments