নিউজবাংলা, মহিষাদল : হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই উত্তপ্ত মহিষাদল। সোমবার সকালে মহিষাদলের গড়কমলপুর গ্রামে একাধিক প্রতিমা (Mahishadal) ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সামনেই সরস্বতী পুজো, তার আগে এই ঘটনায় এ…
নিউজবাংলা, মহিষাদল : হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই উত্তপ্ত মহিষাদল। সোমবার সকালে মহিষাদলের গড়কমলপুর গ্রামে একাধিক প্রতিমা (Mahishadal) ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সামনেই সরস্বতী পুজো, তার আগে এই ঘটনায় একদিকে যেমন মাথায় হাত মৃৎশিল্পীদের, তেমনই ঘটনার নেপথ্যে ‘গভীর ষড়যন্ত্র’ ও ‘ব্যবসায়িক শত্রুতা’র তত্ত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি।
স্থানীয় সূত্রে খবর, গড়কমলপুর গ্রামের ক্যানেলপাড় সংলগ্ন কাঁঠাল পট্টি এলাকায় বেশ কিছু প্রতিমা তৈরির কাজ চলছিল। সোমবার সকালে কারিগররা কাজে এসে দেখেন, সরস্বতী ও কালী প্রতিমা-সহ একাধিক মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শিল্পীদের অনুমান, রবিবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই তান্ডব চালিয়েছে। কয়েকদিন পরেই বাগদেবীর আরাধনা, তার আগে আগাম বায়না নেওয়া প্রতিমাগুলি নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা অবস্থা ব্যবসায়ীদের।
ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীরা ইতিমধ্যেই মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, "সামনে পুজো, এই সময়ে এমন ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, মানুষের ধর্মীয় ভাবাবেগেও আঘাত। যারা এই কাজ করেছে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।"
ঘটনাটি জানাজানি হতেই আসরে নেমেছে বিজেপি। মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা সামাজিক মাধ্যমে ভাঙা মূর্তির ছবি পোস্ট করে তীব্র ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, পুলিশ ও ব্লক প্রশাসনকে অবিলম্বে সক্রিয় হয়ে দোষীদের চিহ্নিত করতে হবে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলছে গেরুয়া শিবির।
অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে পুরোপুরি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, বিধানসভা ভোটের আগে পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকেও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে, তবে তাদের স্পষ্ট বক্তব্য— "অহেতুক এই ঘটনায় রাজনীতির রং মেশানো হচ্ছে।"
তদন্তকারী আধিকারিকদের মতে, এর পেছনে পুরনো কোনও ব্যবসায়িক শত্রুতা কাজ করছে নাকি এর নেপথ্যে অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মহিষাদল থানার পুলিশ।

No comments