LPG Price : নতুন বছরের প্রথম উপহার ! পকেটে কোপ মেরে মহার্ঘ হল গ্যাস, ১ জানুয়ারি থেকেই কার্যকর নতুন দাম ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

LPG Price : নতুন বছরের প্রথম উপহার ! পকেটে কোপ মেরে মহার্ঘ হল গ্যাস, ১ জানুয়ারি থেকেই কার্যকর নতুন দাম !

নিউজবাংলা ডেস্ক, হলদিয়া:নতুনবছরেরপ্রথমদিনেইহেঁশেলেরবাজেটেবড়সড়কোপ।ক্যালেন্ডারেরপাতাউল্টে২০২৬সালপড়তেইদুঃসংবাদশোনালতেলসংস্থাগুলি।একধাক্কায়অনেকটাবাড়ানোহলবাণিজ্যিকগ্যাসের (LPG Price)দাম।১জানুয়ারিথেকেইএইনতুনদামকার্যকরহয়েছে।এরফলেহোটেল-র…

 


নিউজবাংলা ডেস্ক, হলদিয়া: নতুন বছরের প্রথম দিনেই হেঁশেলের বাজেটে বড়সড় কোপ। ক্যালেন্ডারের পাতা উল্টে ২০২৬ সাল পড়তেই দুঃসংবাদ শোনাল তেল সংস্থাগুলি। এক ধাক্কায় অনেকটা বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের (LPG Price) দাম। জানুয়ারি থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি শিল্পসর্বত্রই খরচ বাড়বে বলে মনে করা হচ্ছে। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। কারণ, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে বাইরের খাবারের দাম বাড়ার আশঙ্কা থাকে প্রবল।

তবে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন গৃহস্থরা। রান্নার গ্যাসের (১৪. কেজি সিলিন্ডার) দামে কোনও বদল ঘটানো হয়নি। একই সঙ্গে অপরিবর্তিত থাকছে উজ্জ্বলা গ্রাহকদের ৩০০ টাকার ভর্তুকিও। কিন্তু সাধারণ উপভোক্তাদের জন্য কোনও সুখবর নেই। ৮৫৫ টাকার সিলিন্ডারে ভর্তুকির সুযোগ আগে থেকেই কার্যত নেই সাধারণ মানুষের জন্য।

মাসের প্রথম দিনেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছে প্রায় ১০৯.৫০ টাকা। এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে আমজনতার, তার উপর বছরের প্রথম দিনেই বাণিজ্যিক সিলিন্ডারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। তাঁদের দাবি, এর ফলে উৎপাদন খরচ এক লহমায় অনেকটা বেড়ে গেল। বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায় ছোট কারখানাগুলি এই ধাক্কা কীভাবে সামলাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হলদিয়া সংলগ্ন এলাকায় এক নজরে নতুন দাম (১.১.২০২৬) :
  • ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস: ১৭২৬.৫০ টাকা
  • ১৪. কেজি (গৃহস্থালি): ৮৫৫.০০ টাকা
  • ১০ কেজি সিলিন্ডার: ৬১৩.০০ টাকা
  • কেজি (গৃহস্থালি): ৩১৮.৫০ টাকা
  • কেজি বাণিজ্যিক: ৫০০.০০ টাকা
  • ১৯ কেজি এক্সট্রা তেজ: ১৭৪৯.০০ টাকা

গ্যাসের এই দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। তাঁদের মতে, ঘরোয়া গ্যাসের দাম না বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে, তাতে লাভের কড়ি পকেটে তোলা দায় হবে। এখন দেখার, বাজারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ কোথায় গিয়ে থামে।

#LPGPrice #NewsBangla #BengaliNews #LPGGrahak #LPGRate

No comments