Digha : বর্ষবরণে জনসমুদ্র দিঘায়, বছরের প্রথম দিনেই জগন্নাথ মন্দিরে লক্ষাধিক ভক্তের ঢল ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Digha : বর্ষবরণে জনসমুদ্র দিঘায়, বছরের প্রথম দিনেই জগন্নাথ মন্দিরে লক্ষাধিক ভক্তের ঢল !

নিউজবাংলা, দিঘা:ক্যালেন্ডারেরপাতাউল্টেপারাখা২০২৬-এ।আরবছরেরপ্রথমদিনেইপর্যটকদেরঢলেকার্যত ‘মিনিপুরী’রচেহারানিলসৈকতনগরীদিঘা।তবেকেবলসমুদ্রেরঢেউনয়, এবারআকর্ষণেরকেন্দ্রবিন্দুতেদিঘার (Digha)নবনির্মিতজগন্নাথমন্দির।মন্দিরকর্তৃপক্ষসূত্রেরখব…

 


নিউজবাংলা, দিঘা: ক্যালেন্ডারের পাতা উল্টে পা রাখা ২০২৬-এ। আর বছরের প্রথম দিনেই পর্যটকদের ঢলে কার্যতমিনি পুরী চেহারা নিল সৈকত নগরী দিঘা। তবে কেবল সমুদ্রের ঢেউ নয়, বার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দিঘার (Digha) নবনির্মিত জগন্নাথ মন্দির। মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, বছরের প্রথম দিনেই জগন্নাথ দর্শনে সমাগম ঘটেছে এক লক্ষেরও বেশি পুণ্যার্থীর।

২০২৬ সালকে স্বাগত জানাতে বুধবার রাত থেকেই সেজে উঠেছিল দিঘা। সৈকত জুড়ে ছিল মায়াবী আলোর সাজ। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই আকাশ ভরে ওঠে রঙিন আতশবাজির আলোকমালায়। ডিজে- তালে উদ্দাম নাচ আর হুল্লোড়ে মেতে ওঠেন পর্যটকরা। গভীর রাত পর্যন্ত দিঘার প্রতিটি সৈকতে ছিল আক্ষরিক অর্থেই জনসমুদ্র।

বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যোদয় দেখতে সমুদ্রতীরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। সূর্যপ্রণাম সেরেই অধিকাংশ পর্যটক পা বাড়ান জগন্নাথ মন্দিরের দিকে। মন্দির কর্তৃপক্ষের দাবি, উদ্বোধনের মাত্র মাসের মধ্যেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে এই জগন্নাথ ধাম। এই অল্প সময়ের মধ্যেই পুণ্যার্থীর সংখ্যা কোটি ছাড়িয়ে গিয়েছে।

মন্দিরের প্রধান পুরোহিত তথা ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস বলেন, বছরের প্রথম দিনে এক অভূতপূর্ব ভিড় দেখলাম আমরা। দুপুর পর্যন্ত প্রায় ৪৫ হাজার ভক্ত মন্দির দর্শন করেছিলেন। রাতের হিসেব কষলে সেই সংখ্যাটা অনায়াসেই লক্ষ ছাড়িয়ে যাচ্ছে।

ভিড়ের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মন্দিরের আয়ও। রাধারমণবাবু জানান, মাসখানেক হলো ভক্তদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত টিফিন, দুপুরের মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের সুব্যবস্থা করা হয়েছে। সেই অন্নপ্রসাদ পেতেও লম্বা লাইন দিচ্ছেন পর্যটকরা। তাঁর কথায়, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় লক্ষ টাকা দানপাত্রে জমা পড়ছে। পাশাপাশি প্রসাদ বিক্রি থেকেও মন্দিরের তহবিলে আসছে আরও প্রায় লক্ষ টাকা। বছরের প্রথম দিনের ভিড় পূর্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

সব মিলিয়ে, সমুদ্রের গর্জন আরজয় জগন্নাথধ্বনিতে মিলেমিশে ২০২৬-এর প্রথম দিনটি দিঘার ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকল।

জগন্নাথ ধামে বিপুল ভীড়, কি বলছেন মন্দির কর্তৃপক্ষ, পর্যটকরাই বা কি বলছেন দেখে নিন :


#Digha #JagannathTemple #NewYear2026 #WestBengalTourism #JayJagannath #NewzBangla #PurbaMedinipur

No comments