Nandigram : গণনা শেষে নন্দীগ্রামে ব্যাপক উত্তেজনা: সমবায়ে তৃণমূলকে সাফ করল বিজেপি, আক্রান্ত শাসকদলের নেতা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : গণনা শেষে নন্দীগ্রামে ব্যাপক উত্তেজনা: সমবায়ে তৃণমূলকে সাফ করল বিজেপি, আক্রান্ত শাসকদলের নেতা !

নিউজবাংলা, নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল অধিকারীদের গড় নন্দীগ্রাম। সৌজন্যে, সমবায় (Nandigram) কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। নন্দীগ্রাম ১ ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমি…



নিউজবাংলা, নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল অধিকারীদের গড় নন্দীগ্রাম। সৌজন্যে, সমবায় (Nandigram) কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। নন্দীগ্রাম ১ ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূলকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিল বিজেপি। ৯টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তবে ভোটের ফল ঘোষণার পরেই দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূল নেতার ওপর হামলা থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জ— বাদ যায়নি কিছুই।
​সমবায় সূত্রে জানা গিয়েছে, এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৮৫ জন। মোট ৯টি আসনেই সম্মুখ সমরে ছিল বিজেপি এবং তৃণমূল। তবে গণনার শেষে দেখা যায়, ৯-০ ফলে তৃণমূলকে পর্যুদস্ত করে বোর্ড দখল করেছে বিজেপি। এই জয়কে বিধানসভা ভোটের আগে ‘অক্সিজেন’ হিসেবেই দেখছে গেরুয়া শিবির। বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, “৯টি আসনেই লড়াই হয়েছিল। মানুষ দু’হাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন। এই জয় আমাদের কর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিল।”
​তবে জয়ের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিযোগ, ফল প্রকাশের পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বাপ্পাদিত্যের দাবি, “এটি অরাজনৈতিক নির্বাচন ছিল। কিন্তু জেতার পর বিজেপির লোকেরা আমার ওপর অতর্কিতে হামলা চালায়। চড়-থাপ্পড় মারা হয়। এটাই শুভেন্দু অধিকারীর সংস্কৃতি।” যদিও এই হারের প্রভাব আগামী বিধানসভা ভোটে পড়বে না বলেই দাবি করেছেন এই তৃণমূল নেতা।
​তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি, হামলার মিথ্যা নাটক সাজিয়ে পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করানো হয়েছে। পুলিশের মারে এক বিজেপি সমর্থকের হাত ভেঙে গিয়েছে বলেও গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে।
​পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী। লাঠি উঁচিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমানে এলাকা থমথমে। সমবায়ের এই ‘মিনি লড়াই’ যে আগামী বড় যুদ্ধের মহড়া মাত্র, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে।

​#Nandigram #WestBengalPolitics #BreakingNews​ #BengalCooperativePolls ​#NandigramPolitics

No comments