নিউজবাংলা, ঝাড়গ্রাম:পৌষেরহাড়কাঁপানোঠান্ডায়যখনকাঁপছেজঙ্গলমহল, ঠিকতখনইনতুনবছরেরশুরুতেআর্তমানুষেরপাশেদাঁড়িয়েমানবিকতারনজিরগড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথি'র স্বেচ্ছাসেবীসংস্থা ‘বীরেন্দ্রমেমোরিয়ালফাইনআর্টএন্ডকালচার’ (BMFAC)।বছরেরপ্রথম…
নিউজবাংলা, ঝাড়গ্রাম: পৌষের হাড়কাঁপানো ঠান্ডায় যখন কাঁপছে জঙ্গলমহল, ঠিক তখনই নতুন বছরের শুরুতে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথি'র স্বেচ্ছাসেবী সংস্থা ‘বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট এন্ড কালচার’ (BMFAC)। বছরের প্রথম
প্রহরে উপহার হিসেবে এলাকার কয়েক’শ দুঃস্থ মানুষের
হাতে কম্বল তুলে দিল এই সংস্থা।
শনিবার ঝাড়গ্রামের এক প্রত্যন্ত গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন বহু অভাবী মানুষ। শীতের কামড় থেকে বাঁচতে নতুন কম্বল হাতে পেয়ে তাঁদের মুখে (Jhargram) চওড়া হাসি দেখা যায়। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চিত্র পরিচালক সুকুমার মান্না, অজয় কুমার শীট, উজ্জ্বল মন্ডল এবং কৃষ দোলইয়ের মতো বিশিষ্ট জনেরা। আমন্ত্রিত অতিথিরা একবাক্যে স্বীকার করেন, সমাজের প্রান্তিক স্তরের মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল সার্থকতা।
সংস্থার
সম্পাদক বিষ্ণু মাইতি এই উদ্যোগের সফল
রূপায়ণের জন্য সকল সদস্য ও সহযোগীদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, “নতুন বছরের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার
সঙ্গে ভাগ করে নেওয়াই ছিল আমাদের লক্ষ্য। এই ক্ষুদ্র প্রয়াস
আগামী দিনেও অব্যাহত থাকবে।”
শীতের মরশুমে জঙ্গলমহলের প্রত্যন্ত জনপদে এই ধরনের সামাজিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সামাজিক দায়বদ্ধতা থেকে বিএমএফএসি পরিবারের এই মানবিক উদ্যোগকে বর্তমান সময়ে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।
#JhargramNews #BMFAC #SocialService #KanbalDistrubution #HumanityFirst #Jangalmahal #WinterRelief
No comments