Egra : চেয়ারম্যান স্বপন নায়কের মুক্তির দাবিতে উত্তাল এগরা, চক্রান্তের অভিযোগে রাজপথে ক্ষুব্ধ জনতা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Egra : চেয়ারম্যান স্বপন নায়কের মুক্তির দাবিতে উত্তাল এগরা, চক্রান্তের অভিযোগে রাজপথে ক্ষুব্ধ জনতা !

নিউজবাংলা, এগরা: পুরপ্রধান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভের আঁচ পেল এগরা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানিয়ে (Egra) চেয়াম্যান স্বপন নায়েককে জেলবন্দি করে রাখা হয়েছে— এই অভিযোগে এদিন বহু সাধারণ মানুষ ও দলীয়…



নিউজবাংলা, এগরা: পুরপ্রধান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভের আঁচ পেল এগরা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানিয়ে (Egra) চেয়াম্যান স্বপন নায়েককে জেলবন্দি করে রাখা হয়েছে— এই অভিযোগে এদিন বহু সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থক রাজপথে নামেন।

মিছিল থেকে তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। আন্দোলনকারীদের সাফ কথা, জননেতা হিসেবে স্বপনবাবুর জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই তৃণমূলের একটি পক্ষ এই চক্রান্তে লিপ্ত হয়েছে।

আরও পড়ুন : ‘৫৫ বছর দল করার পুরস্কার পেলাম’, জমি কেলেঙ্কারিতে ধৃত এগরার পুরপ্রধানের নিশানায় কি নিজের দলই?

​সোমবার বিকেলে এগরার দীঘা মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ, যার মধ্যে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করার সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই স্রেফ রাজনৈতিক আক্রোশ মেটাতে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

​শহর পরিক্রমা শেষে মিছিলটি এসে পৌঁছয় এগরার ত্রিকোণ পার্কে। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “স্বপন নায়ক এগরার উন্নয়নের কাণ্ডারি। তাঁকে সরিয়ে দিয়ে শহরের স্বাভাবিক উন্নয়ন ও প্রশাসনিক কাজ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।” সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে এবং নিঃশর্তভাবে তাঁকে মুক্তি না দেওয়া হলে আগামী দিনে এগরা স্তব্ধ করে দেওয়ার মতো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

​এদিনের এই বিরাট মিছিলের জেরে এগরা-দীঘা সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

এই খবরের ভিডিও প্রতিবেদনটি দেখে নিন : 

​#Egra ​#SwapanNayak ​#EgraNews #JusticeForSwapanNayak ​ #WestBengalPolitics #PurbaMedinipur #NewzBangla

No comments