নিউজবাংলা, কলকাতা:ভোটারতালিকায়যেনগোলকধাঁধা! কোথাওবাবারসঙ্গেছেলেরবয়সেরফারাকমেরেকেটে১৫বছর, আবারকোথাওদাদুরসঙ্গেনাতিরবয়সেরতফাত৪০-এরওকম।এমনকি২০০২সালেবাবারনামযাছিল, বর্তমানফর্মেতা (SIR West Bengal)আমূলবদলেগিয়েছে।এমনঅজস্রঅসঙ্গতিনিয়েবড়সড়…
নিউজবাংলা, কলকাতা:
ভোটার তালিকায় যেন গোলকধাঁধা! কোথাও বাবার সঙ্গে ছেলের বয়সের ফারাক মেরেকেটে ১৫ বছর, আবার
কোথাও দাদুর সঙ্গে নাতির বয়সের তফাত ৪০-এরও কম।
এমনকি ২০০২ সালে বাবার নাম যা ছিল, বর্তমান
ফর্মে তা (SIR West Bengal)
আমূল বদলে গিয়েছে। এমন অজস্র অসঙ্গতি নিয়ে বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের খসড়া ভোটার তালিকা। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ১ কোটি ৬৭
লক্ষ ৪৫ হাজার ৯১১
জন ভোটারের তথ্য যাচাইয়ে নামছে নির্বাচন কমিশন। যার জন্য রীতিমতো চাপে
রয়েছেন বিএলওরা।
কমিশন
সূত্রে খবর, এনুমারেশন ফর্মে উঠে আসা তথ্যে চোখ কপালে ওঠার জোগাড়। প্রায় ২৪ লক্ষ ২১
হাজার ভোটার বাবার নাম হিসেবে একই ব্যক্তির নাম উল্লেখ করেছেন, যা দেখে মনে
হচ্ছে এক বাবার ছয়
বা ততোধিক সন্তান। বর্তমান সমাজব্যবস্থায় যা অত্যন্ত সন্দেহজনক।
অন্যদিকে, প্রায় ১২ লক্ষ ভোটারের
ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ১৫ বছরের কম।
আবার ৮ লক্ষ ক্ষেত্রে
এই ব্যবধান ৫০ বছরের বেশি।
এমনকি ৩ লক্ষ ভোটারের
ক্ষেত্রে দাদু-ঠাকুমার সঙ্গে বয়সের ব্যবধান ৪০ বছরেরও নিচে।
সন্দেহজনক এই বিশাল সংখ্যক ভোটারের সত্যতা যাচাইয়ে বিএলও (BLO)-দের বাড়ি বাড়ি পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। বাড়ি গিয়ে তথ্যে অসঙ্গতি মিললে শুনানির জন্য তলব করা হবে। আগামী ৪ দিনে এই পাহাড়প্রমাণ তথ্য যাচাই করাই এখন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। যার জেরে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে বিএলওদের। কয়েক বছরের কাজ মাত্র কয়েকদিনে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের এই তোড়জোড় নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিএলওরা।
#SIRWestBengal #NewzBangla #BengaliNews #SIR2025


No comments