Dilip Ghosh : রামনগরে চায়ের আড্ডায় পুরানো মেজাজে দিলীপ, পুলিশকে তোপ দেগে কর্মীদের ‘কড়া দাওয়াই’ দিলীপের ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Dilip Ghosh : রামনগরে চায়ের আড্ডায় পুরানো মেজাজে দিলীপ, পুলিশকে তোপ দেগে কর্মীদের ‘কড়া দাওয়াই’ দিলীপের !

নিউজবাংলা, রামনগর:শীতেরসকালেচায়েরধোঁয়াকেসঙ্গীকরেইফের ‘স্বমহিমায়’ দিলীপঘোষ।একদিকেপুলিশ-প্রশাসনকেকড়াভাষায়আক্রমণ, আরঅন্যদিকেনিচুতলার (Dilip Ghosh)কর্মীদেরচাঙ্গাকরতেএকগুচ্ছপরামর্শ।রবিবারপূর্বমেদিনীপুরেররামনগরে ‘চায়েপেচর্চা’ কর্মসূচিত…

 


নিউজবাংলা, রামনগর: শীতের সকালে চায়ের ধোঁয়াকে সঙ্গী করেই ফেরস্বমহিমায়দিলীপ ঘোষ। এক দিকে পুলিশ-প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ, আর অন্য দিকে নিচুতলার (Dilip Ghosh) কর্মীদের চাঙ্গা করতে একগুচ্ছ পরামর্শ। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরেচায়ে পে চর্চাকর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই দলের ঝাঁঝ বাড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

যুবভারতী স্টেডিয়ামের সাম্প্রতিক বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে দিন রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তাঁর অভিযোগ, রাজ্যের পুলিশ এখন কার্যতদলদাসেপরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা নয়, তোষণনীতিই প্রশাসনের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে দিলীপ বলেন, প্রশাসনিক ব্যর্থতার জন্যই রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে।

তবে শুধু প্রশাসনের সমালোচনা নয়, দলের সংগঠন মজবুত করাই ছিল দিনের চায়ের আড্ডার মূল লক্ষ্য। রামনগরে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে ঠাসা আসরে দিলীপ স্পষ্ট বার্তা দেন, শুধু বড় সভা বা সোশ্যাল মিডিয়া নয়, মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। তাঁর দাওয়াইমানুষের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনতে হবে এবং দলের বার্তা বুথ স্তরে পৌঁছে দিতে হবে। কর্মীদের মাঠে ময়দানে নেমে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী না করলে আগামী দিনের লড়াই কঠিন হবে।



দিনের কর্মসূচিতে দিলীপের সঙ্গে ছিলেন বিজেপির জেলা, ব্লক মণ্ডল স্তরের নেতৃত্ব। কর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনায় তাঁদের সুবিধা-অসুবিধার কথাও শোনেন তিনি। রাজনৈতিক মহলের মতে, রামনগরের এইচায়ে পে চর্চানিছক আড্ডা ছিল না, বরং নিচুতলার সংগঠনকে ঝাঁজালো করতেই দিলীপ ঘোষের এই কৌশল। রবিবাসরীয় সকালে দিলীপের এইমরিয়ামেজাজ কর্মীদের কতটা উজ্জীবিত করতে পারে, এখন সেটাই দেখার।

#DilipGhosh #NewzBangla #BengaliNews #PurbaMedinipurNews #BJP #BharatiyaJanataParty

No comments