Haldia : হলদিয়ার ২৯ ওয়ার্ডে সিপিআই(এম)-এর রিলে পদযাত্রা: বন্দর-শিল্পাঞ্চল পুনরুজ্জীবন ও পুরভোটের দাবিতে পথে বাম নেতা-কর্মীরা ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Haldia : হলদিয়ার ২৯ ওয়ার্ডে সিপিআই(এম)-এর রিলে পদযাত্রা: বন্দর-শিল্পাঞ্চল পুনরুজ্জীবন ও পুরভোটের দাবিতে পথে বাম নেতা-কর্মীরা !

নিউজবাংলা,হলদিয়া : হলদিয়া পৌরসভা এলাকার ২৯টি ওয়ার্ডে জ্বলন্ত সমস্যাগুলির সমাধানে এবং আসন্ন পুরভোটের দাবিতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিলে পদ্ধতিতে পদযাত্রা করল সিপিআই(এম)। টাউনশিপের দত্তেরচক থেকে শুরু হয়ে এই পদযাত্রা দুর্গা…


নিউজবাংলা, হলদিয়া : হলদিয়া পৌরসভা এলাকার ২৯টি ওয়ার্ডে জ্বলন্ত সমস্যাগুলির সমাধানে এবং আসন্ন পুরভোটের দাবিতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিলে পদ্ধতিতে পদযাত্রা করল সিপিআই(এম)। টাউনশিপের দত্তেরচক থেকে শুরু হয়ে এই পদযাত্রা দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে। বন্দরের পুনরুজ্জীবন, শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধি, ভগ্ন দশা রাস্তা সংস্কার এবং সর্বোপরি হলদিয়ার ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির পরিবেশ রক্ষার মতো একাধিক দাবিকে সামনে রেখে পথে নামেন শত শত শ্রমিক, কর্মচারী এবং সাধারণ মানুষ।

সিপিআই(এম)-এর অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি— উভয় দলই শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এড়িয়ে গিয়ে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে হলদিয়ার ঐতিহ্যবাহী সম্প্রীতি ধ্বংসের খেলায় মেতেছে। শুধু তাই নয়, বন্দরসহ সমগ্র শিল্পাঞ্চলের দীর্ঘদিনের সমস্যা, যেমন নদীর সংস্কার ও পরিবেশ দূষণ, ভগ্নপ্রায় রাস্তাগুলির বেহাল দশা, সেগুলির প্রতিও প্রশাসনের কোনও নজর নেই।

এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, অবিলম্বে হলদিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করা হোক। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার ফলে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে চরম অব্যবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সকাল থেকে শুরু হওয়া এই রিলে পদযাত্রায় বুথে বুথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছেন, এই পদযাত্রা হলদিয়ার মানুষের ক্ষোভ ও দাবি-দাওয়ার প্রতিফলন। এলাকার জ্বলন্ত সমস্যা সমাধানে প্রশাসন যদি অবিলম্বে পদক্ষেপ না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।

No comments