SIR Purba Medinipur : খসড়া ভোটার তালিকা প্রকাশ : পূর্ব মেদিনীপুরে বাদ পড়ল ১.৪১ লক্ষ নাম, শীর্ষে হলদিয়া-নন্দীগ্রাম তৃতীয় ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

SIR Purba Medinipur : খসড়া ভোটার তালিকা প্রকাশ : পূর্ব মেদিনীপুরে বাদ পড়ল ১.৪১ লক্ষ নাম, শীর্ষে হলদিয়া-নন্দীগ্রাম তৃতীয় !

নিউজবাংলাডেস্ক, পূর্বমেদিনীপুর:লোকসভানির্বাচনেরআগেরাজ্যেরজেলাজুড়েপ্রকাশিতহলোখসড়াভোটারতালিকা।গতএকমাসেরওবেশিসময়ধরেপরিচালিত 'স্পেশালএনরোলমেন্টরিভিশন' (SER)-এরভিত্তিতেএইতালিকাপ্রকাশকরাহয়েছে।আরসেইতালিকায়পূর্বমেদিনীপুরজেলায়নামব…

 

নিউজবাংলা ডেস্ক, পূর্ব মেদিনীপুর: লোকসভা নির্বাচনের আগে রাজ্যের জেলা জুড়ে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। গত এক মাসেরও বেশি সময় ধরে পরিচালিত 'স্পেশাল এনরোলমেন্ট রিভিশন' (SER)-এর ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকায় পূর্ব মেদিনীপুর জেলায় নাম বাদ যাওয়ার সংখ্যা এক ধাক্কায় পেরোলো লক্ষাধিক। প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধুমাত্র এই জেলাতেই বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় লক্ষ ৪১ হাজার ৯৩৬ জন

ভোটের আগে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় স্বাভাবিকভাবেই জেলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জেলা প্রশাসন সূত্রে খবর, এই বাদ যাওয়া নামের মধ্যে মৃত ভোটার, চিহ্নিত করা যায়নি এমন ভোটার, এলাকা থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া ব্যক্তি এবং অনুপস্থিত (Absentee) ভোটারদের নাম রয়েছে।

জেলা জুড়ে বাদ পড়া নামের সংখ্যায় শীর্ষে রয়েছে শিল্পাঞ্চল হলদিয়া এই বিধানসভা কেন্দ্রেই খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৫,৩০৫টি নাম। এর প্রধান কারণ হিসেবে উঠে আসছে শিল্পাঞ্চলে প্রতিনিয়ত বহিরাগত মানুষের আনাগোনা দ্রুত স্থানান্তরের প্রবণতা।

হলদিয়ার পরই দ্বিতীয় স্থানে রয়েছে এগরা বিধানসভা কেন্দ্র, যেখানে বাদ পড়েছে ১২,২৪৫টি নাম। আর সকলের নজর যে কেন্দ্রের দিকে, সেই নন্দীগ্রাম বিধানসভা বাদ পড়া ভোটারের সংখ্যার নিরিখে উঠে এসেছে তৃতীয় স্থানে। নন্দীগ্রাম থেকে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১০,৬০৪টি নাম।

সামনে লোকসভা নির্বাচন। তার আগে জেলার রাজনীতিতে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া নিঃসন্দেহে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এই মুহূর্তে সরকারী ভাবে সমস্ত বুথের বাদ যাওয়া ভোটারের তালিকা প্রতিটি বুথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জেলা শাসকের ওয়েবসাইটেও এই তালিকা দেখতে পাওয়া যাবে। পূর্ব মেদিনীপুর জেলায় কোন বুথে কত নাম বাদ গিয়েছে তার বুথ ভিত্তিক তালিকা দেখতে ClickHere এই লিংকে ক্লিক করুন। আপনার বিধানসভার নাম সিলেক্ট করুন মাঝে থাকা নীল বাটনে ক্লিক করুন। আপনার পছন্দের বুথ নম্বর বেছে বাতিল যাওয়া নামের তালিকাটি ডাউনলোড করে নিন।

এছাড়াও আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা তা দেখতে ClickHere এই লিংকে ক্লিক করুন। শুধু সঙ্গে রাখতে হবে আপনার ভোটার কার্ডের (এপিক) নম্বরটি। সেই সঙ্গে আপনার রাজ্য West Bengal সিলেক্ট করুন, নীচে দেওয়া ক্যাপচা সংখ্যা লিখুন এবং সব শেষে SEARCH বাটনে ক্লিক করুন।

এবার যে সমস্ত ভোটার নতুন করে নাম তুলতে চান তাঁদের জন্য আবেদন গ্রহণ এখন থেকেই শুরু হয়ে গেল। এছাড়াও ভোটার তালিকায় নাম সংশোধন বা ভোটারের বুথ স্থানান্তর সহ একাধিক বিষয়ে আবেদন নেওয়া এখন থেকেই শুরু হয়ে গেল। এই সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশিকা নীচে দেওয়া হল আপনাদের সুবিধার জন্য।

No comments