নিজবাংলা, নন্দীগ্রাম :রাজ্যেররাজনীতিরভরকেন্দ্র, ২১০নন্দীগ্রামবিধানসভাকেন্দ্রেপ্রকাশিতহলবিশেষসংক্ষিপ্তসংশোধনের (এসআইআর) খসড়াতালিকা।একুশের (SIR Purba Medinipur)বিধানসভানির্বাচনেএইকেন্দ্রইছিলরাজ্যের ‘হটশিট’, যেখানেতৃণমূলসুপ্রিমোমমতা…
নিজবাংলা, নন্দীগ্রাম : রাজ্যের রাজনীতির ভরকেন্দ্র, ২১০ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রকাশিত হল বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের (এসআইআর) খসড়া তালিকা। একুশের (SIR Purba Medinipur) বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রই ছিল রাজ্যের ‘হট শিট’, যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হয়ে এখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভুয়ো ভোটার নিয়ে নিয়মিত সরব শুভেন্দুর কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ হতেই চোখ কপালে ওঠার জোগাড়।
এসআইআর-এর খসড়া তালিকা অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বাতিল হয়েছে প্রায় ১০,৬০৪টি নাম। যা নাম বাদ যাওয়ার তালিকায় জেলার মধ্যে হলদিয়া ও এগরার পর তৃতীয় স্থানে রয়েছে। এই বিপুল সংখ্যক বাতিলের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৪,৫২৯ জন, স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৪,৮৭৬ জন এবং অনুপস্থিত ভোটারের সংখ্যা ১,১১১ জন। বাকিরা অন্যান্য ক্যাটাগরির। তবে এত সংখ্যক নাম বাদ যাওয়া সত্ত্বেও, খসড়া তালিকা নিয়ে এখনও পর্যন্ত কোনও বড় রাজনৈতিক দল প্রকাশ্যে মুখ খোলেনি।
তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুই পক্ষই খসড়া ভোটার তালিকার উপর কড়া নজর রাখছে বলে খবর। খসড়া তালিকা প্রকাশের পরই পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক এই মর্মে আশ্বাস দিয়েছেন যে, কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি, সন্দেহজনক ভোটারদের শুনানির (Hearing) সময় রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
নন্দীগ্রাম বিধানসভার ৭৯ নম্বর নন্দনায়েক বাড় বুথের ভোটার শুভেন্দু অধিকারী। এই বুথেরই দায়িত্বে থাকা বিএলও (বুথ লেভেল অফিসার) বিজলী গিরি রয় জানিয়েছেন, "৭৯ নম্বর বুথ থেকে এই পর্যন্ত ১১ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ৬ জন মৃত, ৪ জন স্থানান্তরিত এবং ১ জন অনুপস্থিত। এই বুথে আগে মোট ভোটারের সংখ্যা ছিল ৭১১, খসড়া তালিকায় তা কমে দাঁড়িয়েছে ৭০০।" তিনি আরও জানান, নন্দনায়েক বাড় বুথে মোট ৭ জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। তাঁদের মধ্যে একজন প্রাক্তন সেনা কর্মী, একজন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বাকিদের নাম সংশোধনের জন্য ডাকা হচ্ছে।
নন্দীগ্রামের তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল নিশ্চিত করেছেন, "এখন পর্যন্ত নন্দীগ্রামে প্রায় ১০,৬০৪ জনের নাম বাদ গিয়েছে। মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার এর মধ্যে রয়েছেন। এই তালিকা নিয়ে আমাদের কোনও অভিযোগ নেই।" তিনি আরও জানান, জেলাশাসকের দফতর থেকে জানানো হয়েছে, শুধুমাত্র নন্দীগ্রাম ১ ব্লকেই প্রায় ১,৭৩৩ জনকে শুনানির জন্য ডাকা হচ্ছে। তবে শুনানির স্থান এখনও নির্বাচন কমিশন ঠিক করেনি। তিনি স্পষ্ট করে দেন, "বৈধ ভোটার যাতে বাদ না পড়ে আবার কোনও সন্দেহজনক ভোটার যাতে নাম তুলতে না পারে, সেদিকে আমরা কড়া নজর রাখছি।"
অন্যদিকে, তৃণমূল নেতা সেক সুফিয়ান জানিয়েছেন, "ভোটার তালিকা সংশোধন নিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। তবে প্রতিটি বুথে একাধিক ভোটারের নাম খসড়া তালিকায় আসেনি। তাঁদের দ্রুত শুনানির জন্য ডাকা হবে। কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে, সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। এমন কোনও অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।"
No comments