Contai Municipality : নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার, উপরি পাওনা চড়া করের বোঝা, তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভাকে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নবান্নর ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Contai Municipality : নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার, উপরি পাওনা চড়া করের বোঝা, তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভাকে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নবান্নর !

নিউজবাংলা,কাঁথি:খামখেয়ালিভাবেগৃহকরবৃদ্ধিওপরিষেবাচাইতেআসাসাধারণমানুষেরসঙ্গেদুর্ব্যবহারেরঅভিযোগেএবারতৃণমূলপরিচালিতকাঁথিপুরসভারবিরুদ্ধেচরমপদক্ষেপকরলরাজ্যসরকার।কেনবর্তমান (Contai Municipality)পুরবোর্ডভেঙেদেওয়াহবেনা, তাজানতেচেয়েকড়া ‘শ…


 

নিউজবাংলা, কাঁথি: খামখেয়ালিভাবে গৃহকর বৃদ্ধি পরিষেবা চাইতে আসা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এবার তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার বিরুদ্ধে চরম পদক্ষেপ করল রাজ্য সরকার। কেন বর্তমান (Contai Municipality) পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, তা জানতে চেয়ে কড়াশোকজনোটিশ পাঠিয়েছে রাজ্যের পুর নগরোন্নয়ন দফতর। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে রাজ্যের এই পদক্ষেপে কাঁথির রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর থেকে পাঠানো ওই চিঠিতে সাফ জানানো হয়েছে, সাত দিনের মধ্যে অভিযোগের সন্তোষজনক উত্তর না মিললে আইনের পথে হেঁটে পুরবোর্ড ভেঙে দেওয়া হতে পারে। এই পদক্ষেপের মূলে রয়েছে শহরবাসীর গণস্বাক্ষর সংবলিত একটি গণ-আবেদন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরচেয়ারম্যান সুপ্রকাশ গিরির অঙ্গুলিহেলনেই কোনও আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্স বা গৃহকর অস্বাভাবিক হারে বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে সাধারণ মধ্যবিত্ত মানুষের ওপর অসহনীয় আর্থিক বোঝা চেপেছে।

ক্ষোভের এখানেই শেষ নয়। শহরবাসীর অভিযোগ, করের বোঝা বাড়লেও নূন্যতম নাগরিক পরিষেবা মিলছে না। শহরের মোড়ে মোড়ে বাতিস্তম্ভ বিকল, নর্দমার গন্ধে শহরবাসীর প্রাণ ওষ্ঠাগত। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজেও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এইসব সমস্যার কথা নিয়ে চেয়ারম্যানের দ্বারস্থ হলে নাগরিকদের কপালে জুটেছে অপমান চূড়ান্ত দুর্ব্যবহার। নবান্ন মনে করছে, নাগরিকদের প্রতি এই দায়বদ্ধতাহীনতা দুর্ব্যবহার স্পষ্টত পুর-আইনের লঙ্ঘন।

যদিও এই শোকজ প্রসঙ্গে চেয়ারম্যান সুপ্রকাশ গিরির কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, চেয়ারম্যান নিশ্চয়ই সঠিক উত্তর দেবেন। শাসকদলের জেলা সাংগঠনিক চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, “চেয়ারম্যানের উত্তরে রাজ্য সন্তুষ্ট হবে বলেই আমাদের আশা।পালটা তোপ দেগেছে বিজেপি। দলের জেলা নেতা অসীম মিশ্রের কটাক্ষ, “পরিষেবা দিতে ব্যর্থ এই বোর্ড ছাপ্পা ভোটে জিতেছিল। হয়তোকাটমানিপৌঁছতে দেরি হয়েছে, তাই নিজেদের সরকারই এখন শোকজ করছে।পুরবোর্ড ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের দাবিও তুলেছে গেরুয়া শিবির।

কন্টাই পুরসভাকে পাঠানো সরকারী চিঠিতে ঠিক কি বলা হয়েছে দেখে নিন :


#ContaiMunicipality #PurbaMedinipur #NewzBangla #BengaliNews

No comments