নিজস্বপ্রতিবেদন, নিউজবাংলাডেস্ক : রাজ্যেরপ্রায়৫৮লক্ষ৮হাজার২০২জনভোটারেরনামবাদপড়ারজেরেচূড়ান্তকৌতূহলতৈরিহয়েছে।আগামী১৬ডিসেম্বরপ্রকাশিতহতেচলেছেবহুপ্রতীক্ষিতখসড়াভোটার
নিজস্ব প্রতিবেদন, নিউজবাংলা ডেস্ক : রাজ্যের প্রায়
৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন
ভোটারের নাম
বাদ
পড়ার
জেরে
চূড়ান্ত কৌতূহল
তৈরি
হয়েছে।
আগামী
১৬ ডিসেম্বর প্রকাশিত হতে
চলেছে
বহু
প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। তার আগেই
শেষ
হলো
ইনিউমারেশন পর্ব।
এই
পরিস্থিতিতে (SIR West Bengal) আমজনতার মনে
একটাই
প্রশ্ন—বাদ পড়া এই
বিপুল
সংখ্যক
নামের
মধ্যে
আপনার
বা
আপনার
পরিজনের নাম
নেই
তো?
নির্বাচন কমিশন
সূত্রে
জানা
যাচ্ছে,
এই
বিপুল
সংখ্যক
বাদ
পড়া
নামের
পিছনে
রয়েছে
বেশ
কিছু
কারণ।
মৃত, নিখোঁজ, ডুপ্লিকেট এবং
স্থানান্তরিত ভোটারদের তথ্য
যাচাইয়ের পরেই
এই
কঠোর
পদক্ষেপ নেওয়া
হয়েছে।
🤔
কারা বাদ পড়লেন? সংখ্যাটা উদ্বেগজনক!
বাদ
পড়া
নামের
পরিসংখ্যান বেশ
চমকপ্রদ:
- মৃত
ভোটার: ২৪,১৮,৬৯৯ জন
- নিখোঁজ
ভোটার: ১২,০১,৪৬২ জন
- ডুপ্লিকেট
ভোটার: ১,৩৭,৪৭৫ জন
- স্থানান্তরিত
ভোটার: ১৯,৯৩,০৮৭ জন
- অন্যান্য
কারণ: ৫৭,৫০৯ জন
সব
মিলিয়ে
বাতিলের সংখ্যা
দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ৮ হাজার ২০২।
✅
খসড়া তালিকায় নাম দেখবেন কীভাবে? দুটি সহজ পদ্ধতি
নির্বাচন কমিশন
অনলাইন
ও
অফলাইন—উভয় মাধ্যমেই খসড়া
তালিকা
দেখার
ব্যবস্থা করেছে।
১. অনলাইন পদ্ধতি
সুবিধা
নিতে
পারেন
ডিজিটাল প্ল্যাটফর্মের:
- ওয়েবসাইট: কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট eci.gov.in, অথবা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ভিজিট করুন।
- অ্যাপ: ব্যবহার করতে পারেন ইসিআই নেট অ্যাপ।
- যা
করতে হবে: ওয়েবসাইটে
বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (EPIC No.)
দিলেই জানা যাবে খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা।
- পাশাপাশি, সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) ওয়েবসাইটেও এই তালিকা দেখা যাবে।
২. অফলাইন পদ্ধতি
যারা
সরাসরি
যাচাই
করতে
স্বচ্ছন্দ, তাঁদের
জন্য
ব্যবস্থা:
- বিএলও
(BLO): রাজ্যের সমস্ত বিএলও-কে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হয়েছে। ভোটারেরা নিজ নিজ এলাকার বিএলও-র
কাছে গিয়ে সরাসরি নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।
- বুথ: ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলও-দের যত দ্রুত সম্ভব বুথে গিয়ে বসতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও,
রাজ্যের স্বীকৃত ৮টি
রাজনৈতিক দলের
প্রতিনিধিদের হাতেও
খসড়া
তালিকার সফট কপি তুলে
দেবে
রাজ্যের মুখ্য
নির্বাচনী আধিকারিকের (সিইও)
দপ্তর।
⚠️
অভিযোগ জানানোর সুযোগ
যাদের
নাম
বাদ
পড়েছে,
তাদের
একটি
পৃথক তালিকাও প্রকাশ করা
হবে।
এই
তালিকা
সম্পর্কে কোনো
অভিযোগ বা দাবি থাকলে
তা
কমিশনকে জানানো
যাবে
আগামী
১৫ জানুয়ারি পর্যন্ত। সঠিক
কারণ
ও
নথিপত্র দিয়ে
অভিযোগ
জানালে
ভুল
সংশোধন
হওয়ার
সুযোগ
রয়েছে।
#NewzBangla #SIRWestBengal #BengalSIR #খসড়াভোটারতালিকা #SIR2025

No comments