Unclaimed Money : হিমঘরে ১ লক্ষ কোটির পুঁজি! ওয়ারিশ খুঁজছে কেন্দ্র, কী বলছেন প্রধানমন্ত্রী মোদি? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Unclaimed Money : হিমঘরে ১ লক্ষ কোটির পুঁজি! ওয়ারিশ খুঁজছে কেন্দ্র, কী বলছেন প্রধানমন্ত্রী মোদি?

NewzBangla Desk :দেশেরবিভিন্নআর্থিকপ্রতিষ্ঠানে, ব্যাঙ্ক, বিমাসংস্থাথেকেশুরুকরেমিউচুয়ালফান্ডপর্যন্ত— সবমিলিয়েপ্রায়লক্ষকোটিটাকাদাবিহীনঅবস্থায়পড়েরয়েছে।এইবিপুলঅঙ্কেরটাকাপ্রকৃতমালিকদের (Unclaimed Money)পরিবার-পরিজনেরকাছেফিরিয়েদেওয়ারজ…

 


NewzBangla Desk : দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে, ব্যাঙ্ক, বিমা সংস্থা থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড পর্যন্তসব মিলিয়ে প্রায় লক্ষ কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। এই বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিকদের (Unclaimed Money) পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবার সরাসরি আবেদন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্যা নতুন নয়, বহু পুরনো। কিন্তু অর্থনীতির এই 'নিষ্ক্রিয়' অংশটি দ্রুত সক্রিয় করে তোলার তাগিদেই কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বারবার উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী সম্প্রতি বিবৃতি দিয়ে এই বিশাল অঙ্কের তথ্যে আলো ফেলেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্কে জমা রয়েছে প্রায় ৭৮ হাজার কোটি টাকা, বিমা সংস্থাগুলিতে ১৪ হাজার কোটি টাকা, মিউচুয়াল ফান্ডে হাজার কোটি টাকা এবং ডিভিডেন্ড হিসেবে রয়েছে আরও হাজার কোটি টাকা এই সমষ্টিগত অঙ্কই ঠেকেছে প্রায় লক্ষ কোটির দোরগোড়ায়।

"আপনার পুঁজি আপনার অধিকার": মোদি সরকারের বিশেষ কর্মসূচি

এই দাবিহীন অর্থ উদ্ধার করে সাধারণ মানুষের হাতে তুলে দিতে গত অক্টোবর মাসে এক বিশেষ কর্মসূচি শুরু করেছে কেন্দ্রযার নাম 'আপনার পুঁজি আপনার অধিকার' এই প্রকল্পের অধীনে দেশজুড়ে ৪৭৭টি জেলায় সহায়তা শিবির চালু করা হয়। সরকারি স্তরের এই তত্পরতার জেরেই বিগত মাত্র দু'মাসে প্রায় হাজার কোটি টাকা তাদের বৈধ উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী আবেদন জানিয়ে স্পষ্ট বলেছেন, "এই কষ্টার্জিত অর্থ যাঁদের, তাঁদের পরিবারের প্রাপ্য এই টাকা। নাগরিকরা যেন যথাযথ তথ্যপ্রমাণ, নথি জমা করে প্রকৃত উত্তরাধিকারী হিসেবে তাঁদের প্রাপ্য সংগ্রহ করে নেন।"

আরবিআই, বিমা নিয়ন্ত্রক 'ইর্ডা' (IRDAI) এবং সেবি (SEBI)- মতো সংস্থাগুলি এই লক্ষ্যে ইতিমধ্যেই বিশেষ পোর্টালও চালু করেছে যার ফলে অনলাইনেও এখন আবেদন করা সম্ভব।

তবে ওয়াকিবহাল মহলের প্রশ্ন: কোটি কোটি টাকার এই দেশটিতে কেন লক্ষ কোটি টাকা সম্পূর্ণ দাবিহীন হয়ে পড়ে থাকছে? এর পেছনে কি নথিপত্রের জটিলতা, নাকি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবসেই সদুত্তর এখনও মেলেনি। কিন্তু প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত আহ্বান নিঃসন্দেহে পরিবারগুলির জন্য এক বড় সুযোগ খুলে দিল।

#NewzBangla #PMModi #NarendraModi #UnclaimedMoney

No comments