SIR WB : মঙ্গলে তালিকা প্রকাশ, তার আগেই কড়া বার্তা দিয়ে রাখল কমিশন, ‘ভুয়ো’ নথি দিলেই ৭ বছর জেল ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

SIR WB : মঙ্গলে তালিকা প্রকাশ, তার আগেই কড়া বার্তা দিয়ে রাখল কমিশন, ‘ভুয়ো’ নথি দিলেই ৭ বছর জেল !

NewzBangla Desk : আগামী১৬ডিসেম্বরপ্রকাশিতহতেচলেছেখসড়াভোটারতালিকা।এইআবহেবড়সড়হুঁশিয়ারিদিলজাতীয়নির্বাচনকমিশন।ভারতীয়ন্যায়সংহিতার৩৩৭ধারারউল্লেখকরেকমিশনজানিয়েছে, ভুয়োনথি (SIR WB)বা

 


NewzBangla Desk :  আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। এই আবহে বড়সড় হুঁশিয়ারি দিল জাতীয় নির্বাচন কমিশন। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৭ ধারার উল্লেখ করে কমিশন জানিয়েছে, ভুয়ো নথি (SIR WB) বা তথ্য ইচ্ছাকৃতভাবে লিপিবদ্ধ করার দোষ প্রমাণিত হলে সর্বাধিক সাত বছর পর্যন্ত জেল হতে পারে। শুধু এসআইআর (SIR)- যুক্ত আধিকারিকরা নন, সাধারণ ভোটাররাও এই কড়া শাস্তির আওতায় পড়বেন।

কমিশনের এই কঠোর বার্তার মধ্যেই এদিন দক্ষিণ ২৪ পরগনায় চার আধিকারিককে কারণ দর্শানোর নোটিস (শো-কজ়) দেওয়া হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন একজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), একজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) এবং দু'জন বুথ লেভেল অফিসার (বিএলও)



ভোটার তালিকা নিয়ে কড়া কমিশন

মঙ্গলবার ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত যাচাইয়ের কাজ চালিয়ে যেতে হবে। এই পর্যায়ে মৃত এবং ডুপ্লিকেট ভোটারের নামের উপর বিশেষ জোর দিয়েছে কমিশন। বুধবারই রাজ্যে কাজের দায়িত্ব নিতে পারেন নবনিযুক্ত ডিভিশনাল-রোল অবজারভারেরা। তাঁদের পরিস্থিতি ব্যাখ্যা করবেন সিইও।

অন্য দিকে, রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া ইতিমধ্যেই কয়েক লক্ষ মৃত ভোটারের তালিকা কমিশনকে পাঠিয়েছে। সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে বিএলও-দের অ্যাপেও। ১১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা নিজেদের আপলোড-করা তথ্যের সঙ্গে সেই তালিকা মিলিয়ে দেখবেন এবং মৃত ভোটারের নাম থেকে গেলে তা বাদ দেবেন। এই গুরুত্বপূর্ণ পর্বের মধ্যেই কমিশন ভুয়ো নথি বা তথ্য দাখিল করলে সাজার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে।

কী হতে পারে শাস্তি?

ভোটার-আধার কার্ড, যে কোনও শংসাপত্র, আদালত-সরকারি নথি ইত্যাদি জাল করলেও এই সাজার আওতায় পড়তে হতে পারে। তেমন অপরাধের ক্ষেত্রে সর্বাধিক সাত বছর পর্যন্ত জেল, সঙ্গে জরিমানা হতে পারে।

বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে শংসাপত্র নেওয়ার চাহিদা বাড়ায় এই সুযোগে অসাধু উপায় ঠেকাতেই নির্বাচন কমিশন এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে বলে মনে করা হচ্ছে।

#ElectionCommision #ECI #NewzBangla #BengaliNews #SIRWestBengal


No comments