নিউজবাংলা ডেস্ক : নতুন দিনের শুরুতে প্রত্যেকের মনেই থাকে একরাশ প্রত্যাশা আর আগামীর পরিকল্পনা। তবে জীবনের পথচলায় গ্রহের (Todays Horoscope) ফের আর ভাগ্যের ইশারাকে উপেক্ষা করা কঠিন। কর্মস্থল থেকে সংসার, স্বাস্থ্য থেকে সম্পদ—আপনার আজ…
নিউজবাংলা ডেস্ক : নতুন দিনের শুরুতে প্রত্যেকের মনেই থাকে একরাশ প্রত্যাশা আর আগামীর পরিকল্পনা। তবে জীবনের পথচলায় গ্রহের (Todays Horoscope) ফের আর ভাগ্যের ইশারাকে উপেক্ষা করা কঠিন। কর্মস্থল থেকে সংসার, স্বাস্থ্য থেকে সম্পদ—আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? গ্রহ-নক্ষত্রের বিন্যাস অনুযায়ী জেনে নিন আপনার আজকের রাশির পূর্বাভাস।
তারিখ: ৪ জানুয়ারি, ২০২৬ | বিশেষজ্ঞ মতামত ও গ্রহের অবস্থান
♈ মেষ (Aries)
সতর্কতা: বুদ্ধিবিভ্রম বা অন্যমনস্কতার জন্য কর্মক্ষেত্রে বিপাকের আশঙ্কা।
সমাধান: জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ এড়িয়ে চলুন; আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান সম্ভব।
♉ বৃষ (Taurus)
বিনিয়োগ: শৌখিনতা প্রকল্পে বাড়তি বিনিয়োগে আশানুরূপ সাফল্য না-পাওয়ার হতাশা।
পেশা: কর্মক্ষেত্রে হঠাৎ বদলির সম্ভাবনা দেখা দিতে পারে।
♊ মিথুন (Gemini)
সাবধানতা: আগপাছ না ভেবে কোনো পদক্ষেপ নেবেন না, বিপত্তি হতে পারে।
সাফল্য: মামলা-মোকদ্দমায় শুভ ফল ও সম্পত্তি লাভের দুশ্চিন্তার অবসান।
♋ কর্কট (Cancer)
পরিকল্পনা: ত্রুটিপূর্ণ পরিকল্পনায় ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আয়: বিকল্প আয়ের পথে নামার আগে সব দিক বিচার-বিবেচনা করুন।
♌ সিংহ (Leo)
পরিবার: অতিথির বিরূপ আচরণে পারিবারিক অনুষ্ঠানের আনন্দ ব্যাহত হতে পারে।
উদ্বেগ: স্ত্রীর শারীরিক জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে।
♍ কন্যা (Virgo)
উন্নতি: মৌলিক চিন্তার কারণে কর্মস্থলে প্রশাসনিক দায়িত্ব ও পদমর্যাদা বৃদ্ধি।
স্বাস্থ্য: গুরুজনের স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের পরিকল্পনা।
♎ তুলা (Libra)
মানসিক শান্তি: আইনি লড়াইয়ে জয় ও সম্পত্তির অধিকার প্রাপ্তি।
শিল্পকলা: চারুকলা বা নৃত্যগীতের চর্চা বিকল্প আয়ের দিশা দেখাতে পারে।
ঝুঁকি: শেয়ার বা ফটকা বাজারে বিনিয়োগে ক্ষতির আশঙ্কা।
♏ বৃশ্চিক (Scorpio)
স্বীকৃতি: দেরিতে হলেও কর্মপ্রতিভার সঠিক মূল্যায়ন ও আয় বৃদ্ধি।
নীতি: বিতর্কিত বিষয়ে অন্যায় মেনে না নেওয়াই শ্রেয়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে।
♐ ধনু (Sagittarius)
সম্পর্ক: মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহারে পারিবারিক জটিলতা বাড়তে পারে।
সহযোগিতা: কোনো উচ্চপদস্থ ব্যক্তির আনুকূল্যে কর্মজীবনের সমস্যার সমাধান।
♑ মকর (Capricorn)
পরামর্শ: না বুঝে কোনো বিষয়ে হস্তক্ষেপ বা নাক না গলানোই ভালো।
সমাজসেবা: সেবামূলক প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের প্রচেষ্টায় সাফল্য।
♒ কুম্ভ (Aquarius)
বিপদ: হঠকারী সিদ্ধান্তে বড় ক্ষতির সম্ভাবনা। বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে।
নতুন উদ্যোগ: আপনার নতুন প্রচেষ্টাকে গুণীজনরা স্বাগত জানাবেন।
♓ মীন (Pisces)
সামাজিক: কটু কথার কারণে সামাজিক সম্মানহানি বা বিপত্তির আশঙ্কা।
সন্তান: সন্তানের সঙ্গে মতান্তর ও মানসিক দূরত্ব বাড়তে পারে।
আজকের বিশেষ টিপস: যারা আজ নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, তারা ধৈর্য ও আলোচনার পথ বেছে নিন। হঠকারিতা বর্জন করাই আজকের দিনের মূল মন্ত্র।
#রাশিফল #আজকের_রাশিফল #ভাগ্যফল #Horoscope #BengaliNews #Astrology #Rashifal #দিনলিপি

No comments