নিউজবাংলা ডেস্ক :"রাশিফলকেবলঅলীককল্পনাবাকোনোনিশ্চিতভবিষ্যৎবাণীনয়; বরংএটিহলোমহাজাগতিকগ্রহ-নক্ষত্রেরঅবস্থানএবংসময়েরওপরভিত্তিকরেরচিতএকগাণিতিকবিশ্লেষণ।নির্দিষ্টরাশিরজাতক-জাতিকারওপরমহাজাগতিকএইপ্রভাবগুলোরসম্ভাব্যফলাফলওগাণিতিকসমীকর…
নিউজবাংলা ডেস্ক : "রাশিফল কেবল অলীক কল্পনা বা কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়; বরং এটি হলো মহাজাগতিক গ্রহ-নক্ষত্রের অবস্থান এবং সময়ের ওপর ভিত্তি করে রচিত এক গাণিতিক বিশ্লেষণ। নির্দিষ্ট রাশির জাতক-জাতিকার ওপর মহাজাগতিক এই প্রভাবগুলোর সম্ভাব্য ফলাফল ও গাণিতিক সমীকরণই ফুটে ওঠে আজকের রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক, সময়ের সেই হিসেব নিকেশ আজ আপনার জন্য কী বার্তা বয়ে আনছে।"
মেষ: নিকটজনের কাছ থেকে পাওয়া আঘাতে মানসিক স্থিতি টলে যেতে পারে। পরিবারে নানা ঝামেলার কারণে ইচ্ছে থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নাও হতে পারে।
বৃষ: অতিরিক্ত পরিশ্রম ও বাড়তি দায়িত্বের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। তবে সম্পত্তি সংস্কার ও পুনর্নির্মাণ নিয়ে বাবা-মায়ের সঙ্গে সফল আলোচনার যোগ রয়েছে।
মিথুন: সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনদের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা। সন্তানের অবাধ্য আচরণ ও বিরূপ ব্যবহারে দুশ্চিন্তা এবং সংসারে অশান্তি বাড়তে পারে।
কর্কট: ব্যবসায়িক প্রসারে বিনিয়োগ করলেও আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব নিয়ে সফলভাবে শেষ করতে পারবেন।
সিংহ: অতিরিক্ত ভাবাবেগ কর্মক্ষেত্রে বা সামাজিক স্তরে বিড়ম্বনা ডেকে আনতে পারে। আর্থিক সমস্যার কারণে গৃহ সংস্কার বা নতুন নির্মাণ থমকে যেতে পারে।
কন্যা: তৃতীয় কোনো ব্যক্তির আগমনে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ গতানুগতিক থাকবে, বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
তুলা: দীর্ঘদিনের কোনো বন্ধুর বিশ্বাসভঙ্গের কারণে মনে কষ্ট পেতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের ফলে কর্মস্থলে জটিলতা বাড়তে পারে। আয়-ব্যয় সমান হওয়ায় সঞ্চয়ে বাধা আসবে।
বৃশ্চিক: সৃজনশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ রয়েছে। একাধিক সংস্থা থেকে কাজের সুযোগ আসতে পারে। নতুন বাড়ি তৈরির জন্য ব্যাংক ঋণের সুখবর পেতে পারেন।
ধনু: সমালোচনা সত্ত্বেও একাগ্রতা ও স্থির বুদ্ধির জোরে কাজে সফল হবেন। পরিবারে নিকট আত্মীয়ের আগমনে আনন্দের পরিবেশ তৈরি হবে। শ্বাসকষ্ট বা দুর্বলতা জনিত সমস্যায় ভোগার সম্ভাবনা।
মকর: কর্মস্থলের গভীর সমস্যা কাটিয়ে কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। তবে শত্রু পক্ষ সম্পর্কে সামান্যতম অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে।
কুম্ভ: হঠকারী বিনিয়োগের ফলে ব্যবসায় বড় ধরনের লোকসানের আশঙ্কা আছে। মাথা ঠান্ডা রেখে পারিবারিক পরিস্থিতি সামলানো দরকার। পথপ্রাণী বা জন্তু-জানোয়ার থেকে সাবধান থাকুন।
মীন: ভাগ্যের বিড়ম্বনা ও হতাশায় মানসিক স্থিরতা নষ্ট হতে পারে। গুরুজনদের পরামর্শে ঘুরে দাঁড়ানো সহজ হবে। রক্ষণশীল মনোভাব ত্যাগ না করলে সর্বক্ষেত্রে বিড়ম্বনায় পড়ার আশঙ্কা রয়েছে।
#Horoscope #DailyHoroscope #Astrology #ZodiacSigns #ZodiacDaily #AstrologyReading

No comments