নিউজবাংলা, কলকাতা: হাড়কাঁপানো শীতে কার্যত জবুথবু তিলোত্তমা। পরিস্থিতি এমন যে, কনকনে ঠান্ডায় মঙ্গলবার পুরুলিয়া বা শ্রীনিকেতনকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা। আলিপুর (Weather Update) আবহাওয়া দফতর জানাচ্ছে, এই হাড়কাঁপানো দাপট এখনই কমছে …
নিউজবাংলা, কলকাতা: হাড়কাঁপানো শীতে কার্যত জবুথবু তিলোত্তমা। পরিস্থিতি এমন যে, কনকনে ঠান্ডায় মঙ্গলবার পুরুলিয়া বা শ্রীনিকেতনকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা। আলিপুর (Weather Update) আবহাওয়া দফতর জানাচ্ছে, এই হাড়কাঁপানো দাপট এখনই কমছে না; বরং আগামী অন্তত পাঁচ দিন দক্ষিণবঙ্গজুড়ে শীতের এই ‘স্পেল’ জারি থাকবে। সঙ্গে দোসর হবে ঘন কুয়াশা।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। অথচ ওই একই সময়ে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়ার দিনের তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, রাতে পশ্চিমের জেলাগুলো বেশি ঠান্ডা থাকলেও দিনের বেলা কলকাতাবাসীকে অনেক বেশি কাঁপতে হয়েছে।
|
তারিখ |
সর্বোচ্চ তাপমাত্রা (দিনের বেলা) |
সর্বনিম্ন তাপমাত্রা (রাতের বেলা) |
আকাশের অবস্থা |
|---|---|---|---|
|
৭ জানুয়ারি (বুধ) |
২৩°C |
১১°C |
পরিষ্কার আকাশ ও সকালের দিকে কুয়াশা |
|
৮ জানুয়ারি (বৃহ) |
২৩°C |
১১°C |
রোদঝলমলে আবহাওয়া |
|
৯ জানুয়ারি (শুক্র) |
২৩°C |
১১°C |
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে |
|
১০ জানুয়ারি (শনি) |
২৩°C |
১২°C |
ঝলমলে রোদ |
|
১১ জানুয়ারি (রবি) |
২৪°C |
১৩°C |
মনোরম রোদ ও সামান্য উষ্ণতা বৃদ্ধি |
|
১২ জানুয়ারি (সোম) |
২৪°C |
১২°C |
পরিষ্কার আকাশ |
|
১৩ জানুয়ারি (মঙ্গল) |
২৪°C |
১৩°C |
প্রধানত পরিষ্কার আকাশ |
জরুরি কিছু তথ্য:
- পশ্চিমাঞ্চল (পুরুলিয়া/বীরভূম): এই জেলাগুলোতে রাতের তাপমাত্রা আরও কম থাকবে (প্রায় ৮°C - ৯°C)। বীরভূম ও পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
- কুয়াশা সতর্কতা: আগামী ২-৩ দিন ভোরবেলা এবং ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
- পরিবর্তন: ১০ জানুয়ারির পর থেকে তাপমাত্রার পারদ সামান্য চড়তে শুরু করবে, তবে কনকনে উত্তুরে হাওয়ার রেশ ১১-১২ জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে।

No comments