Weather Update : শীত কি এবার সব হিসেব ওলটপালট করে দিচ্ছে? কেন রাতের চেয়েও দিনের ঠান্ডা বেশি ভোগাচ্ছে শহরবাসীকে? আর কতদিন? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Weather Update : শীত কি এবার সব হিসেব ওলটপালট করে দিচ্ছে? কেন রাতের চেয়েও দিনের ঠান্ডা বেশি ভোগাচ্ছে শহরবাসীকে? আর কতদিন?

নিউজবাংলা, কলকাতা: হাড়কাঁপানো শীতে কার্যত জবুথবু তিলোত্তমা। পরিস্থিতি এমন যে, কনকনে ঠান্ডায় মঙ্গলবার পুরুলিয়া বা শ্রীনিকেতনকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা। আলিপুর (Weather Update) আবহাওয়া দফতর জানাচ্ছে, এই হাড়কাঁপানো দাপট এখনই কমছে …

 

নিউজবাংলা, কলকাতা: হাড়কাঁপানো শীতে কার্যত জবুথবু তিলোত্তমা। পরিস্থিতি এমন যে, কনকনে ঠান্ডায় মঙ্গলবার পুরুলিয়া বা শ্রীনিকেতনকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা। আলিপুর (Weather Update) আবহাওয়া দফতর জানাচ্ছে, এই হাড়কাঁপানো দাপট এখনই কমছে না; বরং আগামী অন্তত পাঁচ দিন দক্ষিণবঙ্গজুড়ে শীতের এই ‘স্পেল’ জারি থাকবে। সঙ্গে দোসর হবে ঘন কুয়াশা।

​মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। অথচ ওই একই সময়ে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়ার দিনের তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, রাতে পশ্চিমের জেলাগুলো বেশি ঠান্ডা থাকলেও দিনের বেলা কলকাতাবাসীকে অনেক বেশি কাঁপতে হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এর প্রধান কারণ ঘন কুয়াশা। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে জলীয় বাষ্প বেশি থাকায় সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারছে না। ফলে দিনের বেলাতেও নামছে পারদ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম এবং পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত এবং পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে এবং তা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বা তার বেশি কম হলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়।

শুধু শৈত্যপ্রবাহ নয়, দক্ষিণবঙ্গের আট জেলায় ‘শীতল দিন’ বা ‘কোল্ড ডে’ পরিস্থিতি বজায় থাকবে। হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রির বেশি নিচে নেমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী শনিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ কুয়াশার চাদরে ঢাকা থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের অবস্থা আরও সঙ্গিন। সেখানে বুধবার দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে বলে জারি হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং ও জলপাইগুড়িতেও বৃহস্পতিবার পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী চার দিন রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও, তার পর থেকে পারদ সামান্য চড়তে পারে বলে মনে করছে আলিপুর।

তারিখ

সর্বোচ্চ তাপমাত্রা (দিনের বেলা)

সর্বনিম্ন তাপমাত্রা (রাতের বেলা)

আকাশের অবস্থা

৭ জানুয়ারি (বুধ)

২৩°C

১১°C

পরিষ্কার আকাশ ও সকালের দিকে কুয়াশা

৮ জানুয়ারি (বৃহ)

২৩°C

১১°C

রোদঝলমলে আবহাওয়া

৯ জানুয়ারি (শুক্র)

২৩°C

১১°C

আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

১০ জানুয়ারি (শনি)

২৩°C

১২°C

ঝলমলে রোদ

১১ জানুয়ারি (রবি)

২৪°C

১৩°C

মনোরম রোদ ও সামান্য উষ্ণতা বৃদ্ধি

১২ জানুয়ারি (সোম)

২৪°C

১২°C

পরিষ্কার আকাশ

১৩ জানুয়ারি (মঙ্গল)

২৪°C

১৩°C

প্রধানত পরিষ্কার আকাশ

জরুরি কিছু তথ্য:

  • পশ্চিমাঞ্চল (পুরুলিয়া/বীরভূম): এই জেলাগুলোতে রাতের তাপমাত্রা আরও কম থাকবে (প্রায় ৮°C - ৯°C)। বীরভূম ও পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
  • কুয়াশা সতর্কতা: আগামী ২-৩ দিন ভোরবেলা এবং ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
  • পরিবর্তন: ১০ জানুয়ারির পর থেকে তাপমাত্রার পারদ সামান্য চড়তে শুরু করবে, তবে কনকনে উত্তুরে হাওয়ার রেশ ১১-১২ জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে।

​#KolkataWinter #WinterUpdateBengal #WestBengalWeather #KolkataColdWave ​#AliporeWeatherOffice ​#BengalWinterDiaries #KolkataFog ​#ColdDayAlert #NewzBangla

No comments