Weather update : পারদ পতন অব্যাহত, ১২৭ বছরের রেকর্ড ভাঙার মুখে শীত! কাঁপছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আপনার জেলায় আজকের তাপমাত্রা কত? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Weather update : পারদ পতন অব্যাহত, ১২৭ বছরের রেকর্ড ভাঙার মুখে শীত! কাঁপছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আপনার জেলায় আজকের তাপমাত্রা কত?

নিউজবাংলা, কলকাতা: ২০২৬ সালের শুরুতেই হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু অবস্থা বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, জানুয়ারির শুরুতেই যেভাবে পারদ (Weather Update) পতন শুরু হয়েছে, তাতে ১২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়…

 

নিউজবাংলা, কলকাতা: ২০২৬ সালের শুরুতেই হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু অবস্থা বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, জানুয়ারির শুরুতেই যেভাবে পারদ (Weather Update) পতন শুরু হয়েছে, তাতে ১২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। গত মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৩ বছরের মধ্যে জানুয়ারির শীতলতম দিন।
​কলকাতার আবহাওয়ার ইতিহাস বলছে, ১৮৯৯ সালের ২০ জানুয়ারি শহরের তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রিতে। সেটিই এখন পর্যন্ত কলকাতার ইতিহাসের শীতলতম দিন। এরপর গত এক শতাব্দীতে তাপমাত্রা কয়েকবার ১০ ডিগ্রির নিচে নামলেও ১৮৯৯-এর রেকর্ড কেউ ছুঁতে পারেনি। তবে চলতি সপ্তাহের পূর্বাভাস অনুযায়ী, পারদ আরও নেমে ৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে, যা নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিচ্ছে।

কলকাতার কিছু উল্লেখযোগ্য শীতের রেকর্ড:



​দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ (Cold Wave) শুরু হয়েছে। বীরভূম ও পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে সতর্কতা। সিউড়ি ও শ্রীনিকেতনে তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে নেমে গেছে। হাড়কাঁপানো ঠান্ডায় পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া ও বসিরহাটের অবস্থা পাহাড়ের শৈত্যকেও হার মানাচ্ছে। এদিন কালিম্পং-এর তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি, অথচ দক্ষিণবঙ্গের বহু জায়গায় তাপমাত্রা তার চেয়েও কম রেকর্ড করা হয়েছে।

​উত্তরবঙ্গজুড়েও পারদ পতন অব্যাহত। দার্জিলিং-এর উঁচু এলাকাগুলোতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে আসায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
​কনকনে ঠান্ডার জেরে সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ছুটি দেওয়া বা ক্লাসের সময় পিছিয়ে দেওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছে। আইসিএসই (ICSE) বোর্ডের প্রাক্তন সভাপতি সুজয় বিশ্বাস জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের সুরক্ষায় ছুটির বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বুধবার বৈঠকে বসতে পারে। তবে রাজ্য শিক্ষা দফতর থেকে এখনও পর্যন্ত স্কুল ছুটির বিষয়ে কোনো চূড়ান্ত নির্দেশিকা আসেনি।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এখনই শীতের কামড় থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর।

#WinterRecord #KolkataWinter #ColdWave2026 #WestBengalWeather #NewzBangla


No comments