নিউজবাংলা | কলকাতা : নিলামেচড়াদরউঠেছিল।শাহরুখখানেরদলেতাঁরঅন্তর্ভুক্তিনিয়েচর্চাওছিলতুঙ্গে।কিন্তুশেষরক্ষাহলনা।বিসিসিআই-এরআপত্তিতেএবারেরআইপিএলথেকেছিটকেগেলেনবাংলাদেশের (IPL 2026)পেসারমুস্তাফিজুররহমান।দুইদেশেরবর্তমানকূটনৈতিকওরাজনৈতিকট…
নিউজবাংলা | কলকাতা : নিলামে চড়া দর উঠেছিল। শাহরুখ খানের দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। কিন্তু শেষরক্ষা হল না। বিসিসিআই-এর আপত্তিতে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলাদেশের (IPL 2026) পেসার মুস্তাফিজুর রহমান।
দুই দেশের বর্তমান কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের
ছায়াই শেষ পর্যন্ত পড়ল ক্রিকেট পিচে। আজ বোর্ড সচিব
দেবজিৎ সাইকিয়া সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, কলকাতা
নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে ‘ফিজ’-কে দলে নিয়েছিল কেকেআর। এর আগে সিএসকে বা দিল্লির জার্সিতে আইপিএল মাতানো এই বাঁ-হাতি পেসারকে নিয়ে বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা ছিল।
কিন্তু বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘু নিগ্রহের
ধারাবাহিক অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সব হিসাব বদলে
দিল। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যা-সহ ওপার বাংলায়
হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের আবহে ভারতে মুস্তাফিজের খেলা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল।
মুস্তাফিজকে
দলে নেওয়ায় কেকেআর মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন দক্ষিণপন্থী রাজনীতিকদের একাংশ। বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেন। আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও এই ইস্যুতে কড়া
সমালোচনা করেছিলেন। ওয়াকিবহাল মহলের মতে, জনরোষ এবং রাজনৈতিক চাপের কথা মাথায় রেখেই বিসিসিআই এই কঠোর পদক্ষেপ
করল।
এদিকে
মুস্তাফিজ-কাণ্ডের মাঝেই ভারত-বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী, সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ
খেলতে ভারতের বাংলাদেশে যাওয়ার কথা। ২০২৫ সালেও অশান্তির জেরে সফর বাতিল হয়েছিল। এবার নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে সিরিজ আয়োজনের কথা থাকলেও, মুস্তাফিজকে ব্রাত্য করার সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের
তিক্ততা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মুস্তাফিজের বদলে কেকেআর অবশ্য একজন বিদেশি ক্রিকেটার নেওয়ার অনুমতি পাচ্ছে। তবে লিগের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন সিদ্ধান্তে কেকেআর শিবিরে কিছুটা হলেও মেঘ জমল।
#MustafizurRahman #IPL2026 #KKR #BCCI #CricketNews #IPLNews #NewzBangla
No comments