নিউজবাংলা | লসঅ্যাঞ্জেলস : বছরেরশুরুতেইবিনোদনজগতেশোকেরখবর।রহস্যমৃত্যুহলপ্রখ্যাতহলিউডঅভিনেতা (Hollywood)টমিলিজোন্সেরকন্যাভিক্টোরিয়াজোন্সের।সানফ্রান্সিসকোরএকঅভিজাতহোটেলের১৫তলাথেকেউদ্ধারহয়েছেতাঁরনিথরদেহ।মৃত্যুকালেতাঁরবয়সহয়েছিলমাত্র৩…
নিউজবাংলা | লস অ্যাঞ্জেলস : বছরের শুরুতেই বিনোদন জগতে শোকের খবর। রহস্যমৃত্যু হল প্রখ্যাত হলিউড অভিনেতা (Hollywood) টমি লি জোন্সের কন্যা ভিক্টোরিয়া জোন্সের। সান ফ্রান্সিসকোর এক অভিজাত হোটেলের ১৫ তলা থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ সান ফ্রান্সিসকোর ‘ফেয়ারমন্ট হোটেল’-এর পনেরো তলায় ভিক্টোরিয়াকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় মেডিক্যাল এমার্জেন্সি টিমে।
পুলিশ ও চিকিৎসকরা ঘটনাস্থলে
পৌঁছলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে ঠিক কী কারণে তাঁর
মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও
ধোঁয়াশা কাটেনি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য
কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে
স্থানীয় পুলিশ।
![]() |
| মেয়ের সঙ্গে টমি-লি-জোন্স |
টমি লি জোন্স হলিউডের অন্যতম দাপুটে অভিনেতা। ‘মেন ইন ব্ল্যাক’ বা ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’-এর মতো কালজয়ী ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে আছে। বাবার দেখানো পথেই হেঁটেছিলেন কন্যা ভিক্টোরিয়াও। অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাবার সঙ্গে ‘মেন ইন ব্ল্যাক ২’ ছবিতে তাঁকে স্ক্রিন শেয়ার করতেও দেখা গিয়েছিল।
ভিক্টোরিয়ার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হলিউড। এখনও পর্যন্ত জোন্স পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা।


No comments