Nandigram : শুভেন্দুর গড়ে পদ্ম-শিবিরে আদি-নব্য সংঘাত? নন্দীগ্রামে বিজেপির ট্যাবলো ভাঙচুর ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : শুভেন্দুর গড়ে পদ্ম-শিবিরে আদি-নব্য সংঘাত? নন্দীগ্রামে বিজেপির ট্যাবলো ভাঙচুর ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তার আগেই তপ্ত অধিকারী গড়। যে নন্দীগ্রামকে বিজেপির দুর্ভেদ্য দুর্গ হিসেবে দাবী করা হয়, সেখানেই এবার প্রকট হলো দলের অভ্যন্তরীণ ফাটল। মঙ্গলবার সকালে নন্দীগ্রামের কালীচরণপু…

 

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তার আগেই তপ্ত অধিকারী গড়। যে নন্দীগ্রামকে বিজেপির দুর্ভেদ্য দুর্গ হিসেবে দাবী করা হয়, সেখানেই এবার প্রকট হলো দলের অভ্যন্তরীণ ফাটল। মঙ্গলবার সকালে নন্দীগ্রামের কালীচরণপুর ও সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একটি প্রচার ট্যাবলো ভাঙচুর এবং দলেরই কর্মীদের হেনস্থা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা বিজেপির ‘আদি’ বনাম ‘নব্য’ লড়াইকেই নতুন করে সামনে এনে দিয়েছে।

​এদিন সকালে দলের প্রচারে বেরিয়েছিল একটি সুসজ্জিত ট্যাবলো। কিন্তু সোনাচূড়া এলাকায় পৌঁছাতেই স্থানীয় কিছু বিজেপি কর্মী-সমর্থক টোটোটিকে থামিয়ে দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্যাবলোর দায়িত্বে থাকা চালক ও কর্মীদের ওপর চড়াও হয়ে প্রশ্ন করা হচ্ছে— “কার নির্দেশে এই গাড়ি বেরিয়েছে? স্থানীয় নেতৃত্ব কেন কিছু জানে না?” মুহূর্তের মধ্যে বচসা শুরু হয় এবং ট্যাবলোর গায়ে থাকা ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়।

​বিজেপি সূত্রের খবর, দলের একটি অংশ মনে করছে যে অধিকারী ঘনিষ্ঠ ‘নব্য’ বিজেপি নেতাদের দাপটে কোণঠাসা হয়ে পড়ছেন দলের পুরনো কর্মীরা। সমন্বয়হীনতার জেরেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ। নন্দীগ্রামের মতো এলাকায়, যেখানে শুভেন্দু অধিকারীর প্রভাব প্রশ্নাতীত, সেখানে দলের কর্মীরাই কেন দলের ট্যাবলো আটকালেন, তা নিয়ে অস্বস্তিতে জেলা নেতৃত্ব।

এই সুযোগ হাতছাড়া করেনি শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, “নন্দীগ্রামে এখন বিজেপি বনাম বিজেপি লড়াই। আদি বিজেপি কর্মীরা বহিরাগতদের দাপট সহ্য করছে না। শুভেন্দু অধিকারীর মিথ্যে দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।”

এটা কোনো বাইরের মানুষের কাজ নয়, বিজেপির অন্দরের চরম বিদ্রোহ। ওদের পায়ের তলার মাটি এখন আলগা হয়ে গিয়েছে।”

কুনাল ঘোষ, তৃণমূল নেতা

​পরিস্থিতি বেগতিক দেখে পাল্টা যুক্তি দিচ্ছে বিজেপি। জেলা নেতৃত্বের একাংশের দাবি, এর পেছনে তৃণমূলের প্ররোচনা থাকতে পারে। তবে দলের অন্দরে যে সমন্বয়হীনতা রয়েছে, তা একান্তে মানছেন অনেকেই। শুভেন্দু অধিকারীর গড়ে এই ধরনের বিশৃঙ্খলা ভোটারদের কাছে ভুল বার্তা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​রাত পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও, নন্দীগ্রামের অলিগলিতে এখন একটাই আলোচনা— অধিকারী গড়ে কি তবে ফাটল ধরল?

No comments