Hiran Chattopadhyay : গোপন প্রেম এবার প্রকাশ্য পরিণয়ে, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে হিরণ, পাত্রী কে জানেন, দেখুন বিয়ের রোমাঞ্চকর মুহূর্তের অ্যালবাম ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Hiran Chattopadhyay : গোপন প্রেম এবার প্রকাশ্য পরিণয়ে, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে হিরণ, পাত্রী কে জানেন, দেখুন বিয়ের রোমাঞ্চকর মুহূর্তের অ্যালবাম !

নিউজবাংলা, কলকাতা :রূপোলিপর্দাথেকেরাজনীতিরআঙিনা— দু’জায়গাতেইতিনিবেশপরিচিতমুখ।তবেএবারকোনোসিনেমারচিত্রনাট্যনয়, বরংজীবনেরএকনতুনচিত্রনাট্যলিখতেশুরুকরলেনখড়্গপুরসদরেরবিজেপিবিধায়কতথাঅভিনেতাহিরণচট্টোপাধ্যায়।মঙ্গলবার (Hiran Chattopadhyay)…

 

নিউজবাংলা, কলকাতা : রূপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনাদুজায়গাতেই তিনি বেশ পরিচিত মুখ। তবে এবার কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং জীবনের এক নতুন চিত্রনাট্য লিখতে শুরু করলেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় মঙ্গলবার (Hiran Chattopadhyay) বারাণসীর পবিত্র গঙ্গার ঘাটে বেনারসি আর টোপরের মেলবন্ধনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। হিরণের নতুন জীবনসঙ্গিনী হলেন তাঁর দীর্ঘদিনের পরিচিত ঋতিকা গিরি

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ার গুঞ্জন ছিল, হিরণের ব্যক্তিগত জীবনে বড়সড় বদল আসতে চলেছে। মঙ্গলবার সেই জল্পনায় শিলমোহর দিলেন অভিনেতা নিজেই। সমাজমাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। গঙ্গার পবিত্র আবহে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে শুভ পরিণয়। দীর্ঘদিনের টানাপোড়েন আর আইনি জটিলতা কাটিয়ে হিরণ যে আবার নতুন করে ঘর বাঁধতে চলেছেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে।

কে এই ঋতিকা?

সূত্রের খবর, ঋতিকার সঙ্গে হিরণের আলাপ দীর্ঘদিনের। রাজনীতির ব্যস্ততার মাঝেও ঋতিকাই ছিলেন তাঁর অন্যতম ভরসা। খড়্গপুরে রাজনৈতিক কাজকর্ম সামলানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই সমীকরণ অতি সন্তর্পণে বজায় রেখেছিলেন বিধায়ক। যদিও প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দূরত্ব এবং বিচ্ছেদ নিয়ে এর আগে বহুবার চর্চা হয়েছে। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। তবে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে এদিন ঋতিকার হাত ধরেই নতুন সফর শুরু করলেন অভিনেতা।

হিরণের বিয়ের খবর চাউর হতেই সহকর্মী তথা বন্ধু অভিনেতা রুদ্রনীল ঘোষের প্রতিক্রিয়া মিলেছে। হিরণকে শুভেচ্ছা জানিয়ে রুদ্রনীল স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, "বন্ধুরা একে একে সব নতুন জীবন শুরু করছে, দেখে ভালো লাগছে। আমার সানাই কবে বাজবে, সেই প্রশ্ন তো উঠবেই। তবে যখন মনে হবে দায়িত্ব নিতে পারব, তখনই পিঁড়িতে বসব।"

জীবনের এই বিশেষ মুহূর্তটি একান্তেই কাটাতে চাইছেন অভিনেতা-বিধায়ক। আপাতত গঙ্গার ঘাটে শুরু হওয়া এই নয়া ইনিংস রাজনৈতিক এবং বিনোদন জগতে রীতিমতোটক অফ দ্য টাউন

--তথ্যসূত্র - আনন্দবাজার.কম

#HiranChatterjee #HiranRitikaWedding #HiranChatterjeeMarriage #TollywoodWedding #WestBengalPolitics #NewzBangla

দেখুন বিয়ের রোমাঞ্চকর মুহূর্তের অ্যালবামের এক ঝলক :









No comments