নিউজবাংলা,কলকাতা:ভোটারতালিকায়নামতোলাবাসংশোধনেরক্ষেত্রেবড়সড়স্বস্তিদিলনির্বাচনকমিশন।বিশেষকরেব্রাত্যবাপ্রান্তিকমানুষদেরজন্যশিথিলকরাহলোনিয়ম।কমিশনজানিয়েছে, ভোটারতালিকার (SIR)নিবিড়পরিমার্জনেরক্ষেত্রেজনজাতি, যৌনকর্মীএবংরূপান্তরকামীদেরজন…
নিউজবাংলা, কলকাতা: ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে
বড়সড় স্বস্তি দিল নির্বাচন কমিশন। বিশেষ করে ব্রাত্য বা প্রান্তিক মানুষদের
জন্য শিথিল করা হলো নিয়ম। কমিশন জানিয়েছে, ভোটার তালিকার (SIR) নিবিড় পরিমার্জনের ক্ষেত্রে জনজাতি, যৌনকর্মী এবং রূপান্তরকামীদের জন্য নথির কড়াকড়ি আর থাকছে না।
অর্থাৎ, প্রয়োজনীয় নথি হাতে থাকলে ভালো, কিন্তু না থাকলেও নাম
তোলার পথে পাহাড়প্রমাণ বাধা আসবে না।
সোনাগাছির আতঙ্ক কাটল :
এশিয়ার
বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে ভোটার তালিকার কাজ শুরু হতেই এক ধরনের আতঙ্ক
দানা বেঁধেছিল। নথিপত্র না থাকায় তালিকায়
নাম উঠবে কি না, তা
নিয়ে উদ্বেগে ছিলেন যৌনকর্মীরা। এই মর্মে যৌনকর্মী
ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা তিনটি সংগঠন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালকে চিঠিও দিয়েছিল। তাঁদের দাবি ছিল, পেশার খাতিরে বা সামাজিক কারণে
অনেকের কাছেই সঠিক নথিপত্র নেই। কমিশনের এই নয়া সিদ্ধান্তে
সেই দুশ্চিন্তার অবসান ঘটল।
স্বীকৃতি পেলেন ‘গুরু মা’রা :
একই
দাবি ছিল রূপান্তরকামীদেরও। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে অনেক রূপান্তরকামীর কাছেই পুরনো কোনো নথি নেই। সিইও দফতরে ডেপুটেশন দিয়ে তাঁরা দাবি জানিয়েছিলেন, ভোটার তালিকায় অভিভাবক হিসেবে যাতে তাঁদের ‘গুরু মা’-এর নাম ব্যবহারের
অনুমতি দেওয়া হয়। কমিশন সেই দাবিতে সিলমোহর দিয়েছে। এখন থেকে রূপান্তরকামীদের ক্ষেত্রে ‘গুরু মা’-এর পরিচয়কেই বিশেষ
গুরুত্ব দেওয়া হবে।
জনজাতিদের জন্যও বিশেষ সুযোগ :
ছাড়
দেওয়া হয়েছে জনজাতিদের ক্ষেত্রেও। নথিপত্র ছাড়াও তাঁরা শুনানিতে অংশ নিতে পারবেন। কমিশন স্থানীয় স্তরের নির্বাচনী আধিকারিকদের (ERO) নির্দেশ দিয়েছে, যাঁদের কাছে নথি নেই, স্থানীয় স্তরে তাঁদের খোঁজখবর নিয়ে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে।
সিইও-র বিশেষ উদ্যোগ :
রাজ্য
জুড়ে খসড়া তালিকা প্রকাশের পর এখন শুনানি
চলছে। এই আবহে বাংলার
সিইও মনোজ আগরওয়াল আরও একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও যাতে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়, সেই আর্জি রাখা হয়েছে।
কমিশনের এই পদক্ষেপে খুশি প্রান্তিক সমাজের প্রতিনিধিরা। নথির গেরো আলগা হওয়ায় এবার কয়েক হাজার মানুষের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
#SIRWestBengal #ElectionCommission #NewzBangla #BengaliNews #BengalSIR

No comments