নিউজবাংলা, মহিষাদল : খবরের পিছনে ছোটা যাঁদের দস্তুর, পেশার সেই ব্যস্ততাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে তাঁরাই দাঁড়ালেন আর্ত মানুষের পাশে। মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে আয়োজিত রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রব…
নিউজবাংলা, মহিষাদল : খবরের পিছনে ছোটা যাঁদের দস্তুর, পেশার সেই ব্যস্ততাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে তাঁরাই দাঁড়ালেন আর্ত মানুষের পাশে। মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে আয়োজিত রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার এমনই এক মানবিক দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী। শীতের মরশুমে রক্তের অভাব মেটাতে সাংবাদিকদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
২০০২ সালে একঝাঁক তরুণ সাংবাদিকের হাত ধরে এই প্রেস কর্নারের পথ চলা শুরু। সময়ের সঙ্গে সঙ্গে সেই চারাগাছ আজ মহীরুহ। এর আগে মহিষাদলের বসন্ত উৎসবকে রাজ্যের সংস্কৃতি মানচিত্রে জায়গা করে দিয়েছিল এই সংগঠন। তবে এবার তারা নজর কাড়ল সমাজসেবার আঙিনায়। সংগঠনের প্রথম এই রক্তদান শিবির ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সংগঠন সূত্রে খবর, বেলা আড়াইটে পর্যন্ত চলা এই শিবিরে ৬৭ জন রক্ত দিয়েছেন। লক্ষণীয় ভাবে সাংবাদিকদের পরিবারের সদস্য এবং এলাকার মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন।
সংগৃহীত রক্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় বড় ভরসা দেবে বলে মনে করছেন স্থানীয় চিকিৎসকরা। রক্তদানের পাশাপাশি এলাকার প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। হাড়কাঁপানো শীতে সাংবাদিকদের থেকে উষ্ণতার পরশ পেয়ে খুশি অসহায় মানুষগুলো।
এদিনের এই কর্মযজ্ঞে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছিল হলদিয়ার একাধিক নামী শিল্প সংস্থা। হলদিয়া পেট্রোকেমিক্যালসের সমাজসেবা বিভাগ ও আইওসি রিফাইনারির মতো সংস্থাগুলির সহযোগিতায় আয়োজনটি আরও সার্থক হয়ে ওঠে।
পেশার দায়বদ্ধতার বাইরে বেরিয়ে এমন উদ্যোগ কেন? সংগঠনের এক সদস্যের কথায়, "আমরা তো সারা বছর মানুষের সমস্যার খবর তুলে ধরি। কিন্তু এবার চাইলাম সরাসরি তাঁদের পাশে দাঁড়াতে।" সাংবাদিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহিষাদলের বিশিষ্ট জনেরাও। তাঁদের মতে, কলম ধরার পাশাপাশি সমাজসেবায় সাংবাদিকদের এই যোগদান আগামী দিনে এক ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
এই দুই অনুষ্ঠানে অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তীলক কুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুন কুমার মন্ডল, হলদিয়ার সমাজসেবী মিলন মন্ডল, সেক আজিজুল রহমান, আইওসি হলদিয়া রিফাইনারীর ইডি (টেকনিক্যাল) সুশান্ত দাস, রাজীব মন্ডল (সিসি), এইচপিএল এর জিএম (এইচ আর) সমীরণ সরকার, হলদিয়ার এসডিও তীর্থঙ্কর বিশ্বাস, হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী, মহিষাদলের ওসি নাড়ুগোপাল বিশ্বাস, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এই অনুষ্ঠানের আরও কিছু মুহুর্ত :



















No comments