পার্থ খাঁড়া, নিউজবাংলা (পঃমেদিনীপুর) : হাতির দল হানা দিয়েছে গ্রামে। খবর পেয়ে বুধবার রাতে দল বেঁধে বেরিয়ে পড়েছিল একদল যুবক। কিন্তু হাতি তাড়াতে গিয়ে সেই হাতির পালের নৃশংস হামলাতেই প্রাণ হারাতে হল এক তরতাজা যুবককে।মাঠের ধান জমির কাদ…
পার্থ খাঁড়া, নিউজবাংলা (পঃমেদিনীপুর) : হাতির দল হানা দিয়েছে গ্রামে। খবর পেয়ে বুধবার রাতে দল বেঁধে বেরিয়ে পড়েছিল একদল যুবক। কিন্তু হাতি তাড়াতে গিয়ে সেই হাতির পালের নৃশংস হামলাতেই প্রাণ হারাতে হল এক তরতাজা যুবককে।
মাঠের ধান জমির কাদায় প্রায় পিষ্ট হয়ে যায় ওই যুবক। মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের চাঁদরা রেঞ্জের সিয়ারবনি বিটের চাঁপাশোল গ্রামে। মৃত যুবকের নাম সোনু মাহাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে পাঁচটি হাতির একটি দল গ্রামে হানা দেয়। গ্রামবাসীরা এই সময়ে হাতি তাড়াতে গিয়ে সোনু মাহাতো গ্রামবাসী দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সেই সময় একটি স্ত্রী হাতি তাঁকে শুঁড়ে তুলে আঘাত করে। ঘটনাস্থলেই সে মারা যায়। জানা গেছে, সোনু স্থানীয় গুড়গুড়িপাল থানায় কর্মরত ছিল বলে জানা গেছে।
No comments