Weather Update : সংক্রান্তিতে কাঁপবে বাংলা: ফের নামছে পারদ, কুয়াশার চাদরে ঢাকবে রাজ্য ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Weather Update : সংক্রান্তিতে কাঁপবে বাংলা: ফের নামছে পারদ, কুয়াশার চাদরে ঢাকবে রাজ্য !

নিউজবাংলা : শীতপ্রেমীদের জন্য সুখবর! রবিবারের সাময়িক স্বস্তি কাটিয়ে ফের জাঁকিয়ে ফিরছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডায় কাঁপতে চলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন ফের শীতের লম…

 


নিউজবাংলা : শীতপ্রেমীদের জন্য সুখবর! রবিবারের সাময়িক স্বস্তি কাটিয়ে ফের জাঁকিয়ে ফিরছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডায় কাঁপতে চলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন ফের শীতের লম্বা স্পেল শুরু হতে চলেছে রাজ্যে।

​🌡️ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

​রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।

  • তাপমাত্রা হ্রাস: আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
  • স্থায়িত্ব: আগামী ৪-৫ দিন এই কম তাপমাত্রাই বজায় থাকবে। অর্থাৎ, পৌষ সংক্রান্তির পিঠে-পুলির উৎসবে সঙ্গী হবে হাড়কাঁপানো শীত।

​🏔️ উত্তরবঙ্গের পরিস্থিতি

​উত্তরবঙ্গে ঠান্ডার দাপট অপরিবর্তিত থাকবে। আগামী সাত দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না, ফলে সেখানে কনকনে শীতের আমেজ বজায় থাকবে।

​🌫️ কুয়াশার সতর্কতা ও দৃশ্যমানতা

​আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যেই কুয়াশার দাপট থাকবে।

  • সাধারণ সতর্কতা: রাজ্যের সব জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • হলুদ সতর্কতা: সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের চার জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামতে পারে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

​📊 এক নজরে কলকাতার তাপমাত্রা

সময়

তাপমাত্রা (সর্বনিম্ন)

পরিস্থিতি

গত মঙ্গলবার

১০° সেলসিয়াস

মরসুমের অন্যতম শীতলতম দিন

শনিবার

১১.৫° সেলসিয়াস

জাঁকিয়ে শীত

রবিবার

১৫° সেলসিয়াস

স্বাভাবিকের চেয়ে ১.২° বেশি (সাময়িক স্বস্তি)

আগামী ৪৮ ঘণ্টা

১২-১৩° সেলসিয়াস (সম্ভাব্য)

ফের

পৌষের বিদায়বেলায় শীতের ব্যাটিং জারি থাকছে। কুয়াশার কারণে সড়ক ও রেলপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

​#BengalWinter #ColdWave #KolkataWeather #WinterAlert #TemperatureDrop #SouthBengalCold #NorthBengalWeather #NewzBangla


No comments