Nandigram : ৯ বনাম ৩: নন্দীগ্রামে আবার গেরুয়া ঝড় ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Nandigram : ৯ বনাম ৩: নন্দীগ্রামে আবার গেরুয়া ঝড় !

নিউজবাংলা, নন্দীগ্রাম : নন্দীগ্রামে ফের জয়ের ধারা বজায় রাখল বিজেপি সমর্থিত প্যানেল। গোকুলনগরে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল (Nandigram) কংগ্রেসকে পরাজিত করে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিল বিজেপি সমর্থিত  প্রার্থীরা। রবিবার গোকুলনগর সমবায়…

 


নিউজবাংলা, নন্দীগ্রাম : নন্দীগ্রামে ফের জয়ের ধারা বজায় রাখল বিজেপি সমর্থিত প্যানেল। গোকুলনগরে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল (Nandigram) কংগ্রেসকে পরাজিত করে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিল বিজেপি সমর্থিত  প্রার্থীরা। রবিবার গোকুলনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে এই ফলাফল সামনে আসতেই উল্লাসে মেতে ওঠেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

নির্বাচনী ফলাফল একনজরে : গোকুলনগর সমবায় সমিতির মোট ১২টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা। অত্যন্ত টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। 

ফলাফলে দেখা যায় :

 * বিজেপি সমর্থিত প্রার্থী : ৯টি আসন

 * তৃণমূল কংগ্রেস : ৩টি আসন

নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু। বিশেষ করে বিধানসভা নির্বাচনের পর থেকে এই এলাকায় সমবায় নির্বাচনগুলোতেও দুই পক্ষের রাজনৈতিক লড়াই তুঙ্গে থাকে। গোকুলনগরের এই জয়কে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের রায় হিসেবে দেখছেন। তাঁদের দাবি, নন্দীগ্রামে তৃণমূলের জমি যে ক্রমেই আলগা হচ্ছে, এই ফলাফল তারই প্রমাণ।

অন্যদিকে, ৩টি আসনে জয় পেলেও বোর্ড গঠন করতে না পারা শাসক শিবিরের কাছে বড় ধাক্কা। পরাজয় নিশ্চিত হওয়ার পর থেকেই এলাকায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজয় নিশ্চিত হওয়ার পর জয়ী প্রার্থীদের 'গৈরিক অভিনন্দন' জানানো হয়। বিজেপি নেতৃত্বের দাবি, নন্দীগ্রাম এখন 'বিজেপির গড়'-এ পরিণত হয়েছে এবং সাধারণ মানুষ দুর্নীতির বদলে উন্নয়নের পথকেই বেছে নিয়েছেন। সমবায়ী বন্ধুদের এই লড়াই আগামী দিনে পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনের ক্ষেত্রেও বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই জয়ের মাধ্যমে গোকুলনগর সমবায় সমিতির প্রশাসনিক রাশ এখন গেরুয়া প্যানেলের হাতে। কৃষি ঋণ বণ্টন থেকে শুরু করে সমবায়ের যাবতীয় উন্নয়নমূলক কাজে এবার নতুন বোর্ড কীভাবে কাজ করে, সেদিকেই তাকিয়ে এলাকার কৃষিজীবী মানুষ।


No comments