Purba Medinipur : আদি-নব্য দ্বৈরথ সামলাতে ‘দাদার অনুগামী’ কার্ড, তমলুক-কাঁথিতে ভোটের ঘুঁটি সাজাল বিজেপি ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Purba Medinipur : আদি-নব্য দ্বৈরথ সামলাতে ‘দাদার অনুগামী’ কার্ড, তমলুক-কাঁথিতে ভোটের ঘুঁটি সাজাল বিজেপি !

নিউজবাংলা, তমলুক : সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় সাংগঠনিক ঘুঁটি সাজাতে পুরোপুরি ‘দাদা’ অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীদের ওপরেই আস্থা রাখল বিজেপি। জেলার ১৬টি বিধানসভা (Purba Medinipur) আসনের মধ্যে নন্দী…

 


নিউজবাংলা, তমলুক : সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় সাংগঠনিক ঘুঁটি সাজাতে পুরোপুরি ‘দাদা’ অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীদের ওপরেই আস্থা রাখল বিজেপি। জেলার ১৬টি বিধানসভা (Purba Medinipur) আসনের মধ্যে নন্দীগ্রাম বাদে বাকি ১৫টিতেই ২০ জনের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির মাথায় বসানো হয়েছে এমন একজনকে, যাঁদের সিংহভাগই জেলায় ‘দাদার অনুগামী’ হিসেবে পরিচিত।

​দলের অন্দরের খবর, মূলত পুরনো ও আদি বিজেপি নেতাদের ক্ষোভ প্রশমন এবং সাংগঠনিক রণকৌশল তৈরি করতেই এই কমিটিগুলি গড়া হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো, নির্বাচনী বৈতরণী পার হতে নবাগত বা দলবদলু নেতাদেরই বড় দায়িত্ব দেওয়া হয়েছে।

পুরনোদের ফেরানোর চেষ্টা
​সম্প্রতি উত্তরপ্রদেশের মন্ত্রী জেপিএস রাঠোরকে জেলায় এনে আদি বিজেপি নেতাদের সক্রিয় করার চেষ্টা চালিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সূত্রের খবর, ‘বুকের ভেতর চাপা অভিমান’ থেকে অনেক পুরনো নেতাই সেই কর্মসূচিতে পা রাখেননি। এই পরিস্থিতিতে পুরনোদের মান ভাঙিয়ে মূলস্রোতে ফেরানো এবং একইসঙ্গে শুভেন্দু-ঘনিষ্ঠদের দাপট বজায় রাখা— দুইয়ের ভারসাম্য বজায় রেখেই নির্বাচনী কমিটি গড়েছে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি।

নির্বাচনী কমিটির মুখ যারা :
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন :

ময়না: কনভেনার হয়েছেন গৌতম গুরু। তিনি ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। ময়নায় প্রার্থী পদ নিয়ে অশোক ডিন্ডা ও চন্দন মণ্ডলের লড়াইয়ের আবহে গৌতমবাবুর নিয়োগ তাৎপর্যপূর্ণ।

নন্দকুমার: দায়িত্ব পেয়েছেন পেশায় শিক্ষক নির্মল খাঁড়া। তিনিও ২০২১ সালে তৃণমূল থেকে বিজেপিতে আসেন এবং নিজেকে ‘দাদার লোক’ হিসেবেই পরিচয় দেন।

কাঁথি দক্ষিণ ও রামনগর: নীলেশ মণ্ডল এবং মণিশঙ্কর সাউকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্য কেন্দ্র: ভগবানপুরে নিতাইচরণ পাত্র, খেজুরিতে তপন মাইতি, তমলুকে রতন পট্টনায়ক এবং হলদিয়ায় পীযূষ বারিকরা নির্বাচনী বৈতরণী পার করার ‘সেনাপতি’ নিযুক্ত হয়েছেন।

​এ প্রসঙ্গে ময়নার কনভেনার গৌতম গুরু বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করব। ২০২১-এর মতো ২০২৬ সালেও আমাদের জয় নিশ্চিত।”

​##WestBengalPolitics #BJPWestBengal #PurbaMedinipur ##SuvenduAdhikari #VidhanSabha2026 #PurbaMedinipur ##NewzBangla

No comments