Kolkata : নড্ডার বৈঠকের মাঝে হোটেলে মমতার নিরাপত্তারক্ষী! রহস্যময় মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে। - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Kolkata : নড্ডার বৈঠকের মাঝে হোটেলে মমতার নিরাপত্তারক্ষী! রহস্যময় মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে।

নিউজবাংলা, কলকাতা : জেপি নড্ডার সাংগঠনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর এক উচ্চপদস্থ আইপিএস অফিসারের (Kolkata) আকস্মিক উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনায় …



নিউজবাংলা, কলকাতা : জেপি নড্ডার সাংগঠনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর এক উচ্চপদস্থ আইপিএস অফিসারের (Kolkata) আকস্মিক উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনায় রাজনৈতিক মহলে কৌতূহল ও জল্পনা তুঙ্গে।

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল সল্টলেক। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি চালাচ্ছিল ইডি। সেই খবর পেয়েই সরাসরি সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক দফতরের দেড় কিলোমিটারের মধ্যেই একটি হোটেলে তখন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

মুখ্যমন্ত্রী যখন আইপ্যাক দফতরে অপেক্ষা করছেন, ঠিক তখনই নড্ডার বৈঠকস্থলে আচমকা হাজির হন রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) সুমিত কুমার। তিনি করিডর দিয়ে সম্মেলন কক্ষের দিকে এগোতেই সংবাদমাধ্যমের নজরে পড়েন। ক্যামেরার ভিড় দেখেই তিনি তড়িঘড়ি উল্টো পথে হাঁটতে শুরু করেন এবং হোটেল চত্বর ছেড়ে বেরিয়ে যান।
হোটেলের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে আইপিএস অফিসার সুমিত কুমার অত্যন্ত সংক্ষিপ্ত ও রহস্যময় উত্তর দেন। তিনি বলেন, “একজনকে খুঁজতে এসেছিলাম।” এর বেশি আর কিছু না বলেই দ্রুত গাড়িতে চড়ে এলাকা ত্যাগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্তার এমন হঠাৎ আগমনে কৌতূহল ছড়িয়ে পড়ে বিজেপি শিবিরেও। বৈঠককক্ষের ভেতরে খবর পৌঁছানোর পাশাপাশি বাইরে থাকা নেতাদের আপ্তসহায়করা নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করেন। রাজনৈতিক এই উত্তেজনার দিনে একজন ডিআইজি পদমর্যাদার অফিসার কাকে খুঁজতে বা কেন নড্ডার বৈঠকস্থলে গিয়েছিলেন, তা নিয়ে ধন্দ কাটেনি।
তথ্যসূত্র - আনন্দবাজার.কম
​#WestBengalPolitics ​#JP Nadda ​#MamataBanerjee ​#BreakingNewsWB ​#KolkataPolitics ​#PoliticalMystery #NewzBangla

No comments