নিউজ বাংলা, নয়াদিল্লী : নির্ভয়া কান্ডে দোষীদের উপযুক্ত শাস্তি এখনও সমাজের ধর্ষকদের ভীতির কারণ হয়ে ওঠেনি। তাই দিল্লীর লালকেল্লার সামনে বছর তেইশের যুবতীকে ধর্ষণ করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল।
ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। লালকেল্লার সামনে এই ঘটনা গত শনিবার ঘটলেও প্রকাশ্যে আসে বুধবার। দিল্লীর লালকেল্লার সামনে পার্কের মধ্যে তেইশ বছরের এক যুবতীকে ধর্ষণ করা হয় শনিবার রাতে।
ধর্ষণে বাধা দিলে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনার কথা কাউকে জানালে হুমকিও দেয় অভিযুক্ত। পরে পথচলতি এক ব্যক্তি বিষয়টি দেখে দিল্লী কন্ট্রোলরুমে খবর দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে যুবতী পুরো ঘটনা জানায়।
সেই সাথে তার কন্যাসন্তানকে অপহরণ করেছে বলেও অভিযোগ জানান তিনি। যুবতীর বয়ান অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। লালকেল্লার চত্ত্বর থেকেই কন্যাসন্তানকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইপিসি ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যুবতীর মেডিক্যাল রিপোর্ট করা হয়েছে। আপাতত যুবতী সুস্থ আছেন।
#newzbangla
#CrimeNews #Delhi #bengalinews #নিউজবাংলা #newsbangla
No comments