নিউজ বাংলা, হাওড়া : সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। পরপর চারটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে নবান্ন সংলগ্ন টোলপ্লাজাতে। কয়েকঘন্টা পর আপাতত যান চলাচল স্বাভাবিক।এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে …
নিউজ বাংলা, হাওড়া : সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। পরপর চারটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে নবান্ন সংলগ্ন টোলপ্লাজাতে। কয়েকঘন্টা পর আপাতত যান চলাচল স্বাভাবিক।
এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে হাওড়াগামী একটি খালি তেল ট্যাঙ্কার দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারে। এরপর আন্দুল-মৌড়িগ্রাম গামী ৯ নং লেনের টোলপ্লাজার মুখে সজোরে একটি ম্যাটাডোরে ধাক্কা মারে।
এরপর একে একে একটি লরি ও একটি প্রাইভেট গাড়ি এসে তেল ট্যাঙ্কারটিতে ধাক্কা মারে। অবশেষে ট্যাঙ্কারটি ব্রীজের গাড়োয়ালে ধাক্কা মারায় ব্রীজের বেশ কিছুটা অংশ ভেঙে নিচের রাস্তায় পড়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে খবর।
ঘটনায় জখম চারজন সহ কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে ঘটনায় বাকি বেশ কয়েকজন আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ গাড়িগুলিকে ক্রেনের মাধ্যমে সরিয়ে আপাতত যানচলাচল স্বাভাবিক বলে পুলিশ সূত্রে খবর।
#newzbangla #BengaliNews #DrinkSanitizer #নিউজবাংলা #newsbangla #KolkataNews

No comments