Horoscope : ১০ জানুয়ারী শনিবার, আজ কি আপনার সাফল্যের দিন? পঞ্জিকার পাতায় লুকিয়ে থাকা উত্তর দেখে নিন ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Horoscope : ১০ জানুয়ারী শনিবার, আজ কি আপনার সাফল্যের দিন? পঞ্জিকার পাতায় লুকিয়ে থাকা উত্তর দেখে নিন !

নিউজবাংলা : ভাগ্য বদলায় না ঠিকই, কিন্তু সঠিক পরিকল্পনা জীবন বদলে দিতে পারে। আজ কি আপনার (Horoscope) সাফল্যের দিন? নাকি সাবধানতার? জেনে নিন আপনার রাশির হালচাল এবং দিনটিকে করে তুলুন আরও ফলপ্রসূ। মেষ: অন্যমনস্কতা বা উদাসীনতায় মূল্যব…

নিউজবাংলা : ভাগ্য বদলায় না ঠিকই, কিন্তু সঠিক পরিকল্পনা জীবন বদলে দিতে পারে। আজ কি আপনার (Horoscope) সাফল্যের দিন? নাকি সাবধানতার? জেনে নিন আপনার রাশির হালচাল এবং দিনটিকে করে তুলুন আরও ফলপ্রসূ। 

মেষ: অন্যমনস্কতা বা উদাসীনতায় মূল্যবান দ্রব্য হারানোর আশঙ্কা, যা আর পাওয়া না-ও যেতে পারে। সময়মতো চিকিৎসায় গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে আপাতত উদ্বেগের অবসান।

বৃষ: উপার্জন বৃদ্ধির তাগিদেই অগ্রপশ্চাৎ না ভেবে ভিন্ন পথ নিতে গিয়ে বিড়ম্বনা বাড়তে পারে। গুরুজনের স্বাস্থ্যের উন্নতির জন্য পাহাড় বা সমুদ্রতীরে নিয়ে যাওয়ার চিন্তা।

মিথুন: উপার্জনের বাঁকা পথের হাতছানি উপেক্ষা করতে না পারলে বিপত্তি দেখা দিতে পারে। প্রিয়জনের কাছ থেকে মনের মতো জিনিস উপহার পেতে পারেন।

কর্কট: প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদে সংসারে খুশির হাওয়া। পরিকল্পনামাফিক চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্য ক্ষেত্রে পেয়ে যেতে পারেন।

সিংহ: সহকর্মীদের কাছ থেকে বিরূপ সংবাদ শুনে মূহ্যমান হতে পারেন। সংসারে এলোমেলো অবস্থা মনোবলকে দুর্বল করে দিতে পারে।

কন্যা: সৃষ্টিশীল কাজে উৎকর্ষের সঙ্গে সঙ্গে মৌলিক চিন্তাধারার বিশেষ স্বীকৃতির যোগ। সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার সূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে।

তুলা: সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যে কর্মক্ষেত্রে পরিবেশ অসহনীয় হয়ে উঠতে পারে। ব্যবসায় মন্দা চললেও বাড়তি লগ্নিতে রাশ টানা দরকার। শারীরিক সমস্যায় সপরিবার ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।

বৃশ্চিক: দ্বিধা ও ভয় ছেড়ে সময়োচিত সাহসে বলবান শত্রুর মোকাবিলা। গার্হস্থ্য বিরোধে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বেদ-পুরাণ চর্চা, ধর্মশাস্ত্র শ্রবণ ও পুজাপাঠে মানসিক শান্তি।

ধনু: ঈর্ষা করলেও কেউ সরাসরি আপনার বিরোধিতা করার সাহস দেখাতে পারবে না। যতটা আশা করেছিলেন ততটা অগ্রগতি না-ও হতে পারে।

মকর: শ্রম, দক্ষতা আর অধ্যবসায় সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যাওয়ায় হতাশা বাড়বে। পরোপকার করতে গিয়ে অপবাদের কালি মাখতে হতে পারে।

কুম্ভ: কর্মক্ষেত্রে দূরস্থানে বদলি চিন্তা বাড়াবে। তবে ভাগ্যোদয়ে উজ্জ্বল সম্ভাবনা স্বস্তি দেবে। অসময়ে বন্ধুর সাহায্য চেয়ে বিদ্রুপ জোটায় মানসিক কষ্ট পাবেন। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা।

মীন: ভাল কাজের স্বীকৃতি না মেলায় হতাশা বাড়বে। উদাসীনতা বা আত্মসচেতনতার অভাবে কর্মস্থলে বিপত্তি দেখা দিতে পারে। অভিনয়জগতে প্রবেশের সুযোগ আসতে পারে, সদ্ব্যবহার করা একান্ত প্রয়োজন।

দিনটি যেমনই হোক, মনে রাখবেন—আপনার আত্মবিশ্বাস আর সঠিক কর্মই আপনার ভাগ্যকে জয় করতে পারে। আজকের দিনটি আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সাফল্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

#আজকেররাশিফল #রাশিফল #ভাগ্যচক্র #দিনপঞ্জিকা #আজকেরদিনটি #Rashifal #DailyHoroscope #BanglaRashifal #AstrologyBangla #NewzBangla

No comments