Subhendu Adhikary : শুভেন্দুর সামনেই বিজেপি কর্মীদের মারধর? চন্দ্রকোনায় থানার ভেতরেই মেজাজ হারালেন বিরোধী দলনেতা, শুরু অবস্থান বিক্ষোভ ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Subhendu Adhikary : শুভেন্দুর সামনেই বিজেপি কর্মীদের মারধর? চন্দ্রকোনায় থানার ভেতরেই মেজাজ হারালেন বিরোধী দলনেতা, শুরু অবস্থান বিক্ষোভ !

নিউজবাংলা, চন্দ্রকোনা: পুরুলিয়া থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে (Subhendu Adhikary) চরম উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায়। প্রতিবাদে পুলিশ বিট হাউস…

 

নিউজবাংলা, চন্দ্রকোনা: পুরুলিয়া থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে (Subhendu Adhikary) চরম উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায়। প্রতিবাদে পুলিশ বিট হাউসের ভেতরেই ধর্নায় বসে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি থানা ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

​স্থানীয় সূত্রে খবর, শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে সড়কপথে ফিরছিলেন শুভেন্দু। রাত নাগাদ তাঁর কনভয় যখন চন্দ্রকোনা রোড এলাকায় পৌঁছয়, তখন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু বিজেপি কর্মী তাঁকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানোর তোড়জোড় করছিলেন।

অভিযোগ, সেই সময়ই হঠাৎ ৭-৮ জন তৃণমূল কর্মী দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে বিজেপি কর্মীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় দু’পক্ষের ধস্তাধস্তি। অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

​আচমকা এই হামলার মুখে নিজের কনভয় ঘুরিয়ে সোজা চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে চলে যান বিরোধী দলনেতা। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। 

শুভেন্দুর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁর কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। পুলিশের ‘গাফিলতি’ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "আমার কর্মীরা যখন অভিবাদন জানাতে এলেন, তখনই একদল যুবক লাঠিসোটা নিয়ে চড়াও হলো। রাতের অন্ধকারে একদল লোক লাঠিসোটা নিয়ে রাস্তায় ঘুরছিল কী করে? পুলিশ কেন আগে থেকে কোনও ব্যবস্থা নেয়নি?"

​থানার ভেতরেই মেঝের ওপর বসে অবস্থান শুরু করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, হামলাকারীদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার করতে হবে। শুভেন্দু সাফ জানান, "তৃণমূলের হার্মাদরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। যতক্ষণ না অভিযুক্তদের পাকড়াও করা হচ্ছে, ততক্ষণ আমি এখান থেকে এক পা-ও নড়ব না।"

​অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় ঘাসফুল শিবিরের দাবি, এটি বিজেপির  স্রেফ প্রচার পাওয়ার চেষ্টা।

​শেষ খবর পাওয়া পর্যন্ত, বিরোধী দলনেতার এই অবস্থানকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোড বিট হাউস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজনার পারদ চড়ছে গোটা এলাকায়। রাতের অন্ধকারে পুলিশি ঘেরাটোপের মধ্যেই চলছে শুভেন্দুর বিক্ষোভ।

​#ShuvenduAdhikari #WestBengalPolitics ​#Chandrakona #BreakingNews ​#BengalPolitics #NewzBangla

No comments