নিউজবাংলা, কলকাতা:শেষমেশভুলকবুলকরলনির্বাচনকমিশন।নথিপত্রথাকাসত্ত্বেওস্রেফগাফিলতিরজেরেকয়েকলক্ষভোটারেরনামঅ্যাপেআপলোডনাহওয়ায়যেজটিলতাতৈরিহয়েছিল, তারসমাধানেপিছু (SIR 2026)হঠলতারা।সোমবারকমিশনেরতরফেজানিয়েদেওয়াহয়েছে, প্রায়সাড়েচারলক্ষভোটার…
নিউজবাংলা, কলকাতা: শেষমেশ ভুল
কবুল
করল
নির্বাচন কমিশন।
নথিপত্র থাকা
সত্ত্বেও স্রেফ
গাফিলতির জেরে
কয়েক
লক্ষ
ভোটারের নাম
অ্যাপে
আপলোড
না
হওয়ায়
যে
জটিলতা
তৈরি
হয়েছিল,
তার
সমাধানে পিছু (SIR 2026) হঠল
তারা।
সোমবার
কমিশনের তরফে
জানিয়ে
দেওয়া
হয়েছে,
প্রায়
সাড়ে
চার
লক্ষ
ভোটারের নামে
জারি
হওয়া
শুনানির নোটিস
প্রত্যাহার করে
নেওয়া
হচ্ছে।
কমিশনের এই
‘ভুল’
স্বীকারের ফলে
দীর্ঘদিনের উৎকণ্ঠা থেকে
রেহাই
পেলেন
একটা
বড়
অংশের
সাধারণ
মানুষ।
ঘটনার
সূত্রপাত ২০০২
সালের
ভোটার
তালিকা
নিয়ে।
ওই
তালিকায় নাম
থাকলেও
স্রেফ
গাফিলতির জেরে
কয়েক
লক্ষ
মানুষের নথি
বিএলও
(বুথ
লেভেল
অফিসার)
অ্যাপে
আপলোড
করা
হয়নি।
এর
ফলে
ওই
ভোটাররা ‘নো-ম্যাপ’ তালিকায় চলে
যান।
অর্থাৎ,
২০০২
সালের
নথির
সঙ্গে
বর্তমান তথ্যের
সংযোগ
স্থাপন
করা
সম্ভব
হয়নি।
এর
পরেই
কমিশনের তরফে
ওই
ভোটারদের কাছে
শুনানির নোটিস
পাঠানো
শুরু
হয়।
অভিযোগ,
অনেক
ভোটারের কাছে
বৈধ
নথিপত্র থাকা
সত্ত্বেও ‘নট
ফাউন্ড’
হিসেবে
চিহ্নিত করে
তাঁদের
হয়রানির মুখে
ফেলা
হয়েছিল। নতুন
করে
নাগরিকত্ব প্রমাণের আতঙ্কে
ভুগছিলেন কয়েক
লক্ষ
মানুষ।
সোমবার
কমিশন
কার্যত
স্বীকার করে
নিয়েছে
যে,
নথি
থাকা
সত্ত্বেও তা
সিস্টেমে আপলোড
না
হওয়াতেই এই
বিপত্তি।
কমিশনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে :
- যাঁদের ইতিপূর্বে
নোটিস পাঠানো হয়েছে, তাঁদের ফোন করে শুনানিতে আসতে বারণ করবেন বিএলও-রা।
- যে নোটিসগুলি
এখনও বিলি করা হয়নি, সেগুলি ইআরও-দের কাছে জমা রাখতে হবে।
- বিএলও-দের নির্দেশ দেওয়া হয়েছে ভোটারদের
বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করতে এবং ছবি তুলে তা অ্যাপে আপলোড করতে।
কমিশন
ভুল
সংশোধন
করলেও
বাড়তি
কাজের
চাপে
রীতিমতো ক্ষুব্ধ বিএলও-রা। যাদবপুর বিধানসভার এক
বিএলও
প্রশান্ত চৌধুরী
জানান,
“আগেও
আমরা
ইআরও-র দৃষ্টি আকর্ষণ
করেছিলাম, কিন্তু
তখন
কর্ণপাত করা
হয়নি।
এখন
কমিশনের ভুলের
খেসারত
ভোটারদের পাশাপাশি আমাদেরও দিতে
হচ্ছে।”
আপাতত
ডিইও-দের তত্ত্বাবধানে ইআরও-রা নতুন করে
নথি
আপলোডের কাজ
করবেন,
যাতে
ভোটারদের আর
সশরীরে
শুনানির মুখোমুখি হতে
না
হয়।
#ElectionCommission #VoterListUpdate #BreakingNewsWestBengal #KolkataNews #VoterIdentity
--তথ্যসূত্র - বর্তমান পত্রিকা
No comments