Kolkata : আইপ্যাক-এর দফতরে ইডি-র হানা, অমিত শাহর দিকে আঙুল, ইডি-র তল্লাশিতে সশরীরে মুখ্যমন্ত্রী; আইপ্যাক কাণ্ডে তোলপাড় বঙ্গ রাজনীতি। - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Kolkata : আইপ্যাক-এর দফতরে ইডি-র হানা, অমিত শাহর দিকে আঙুল, ইডি-র তল্লাশিতে সশরীরে মুখ্যমন্ত্রী; আইপ্যাক কাণ্ডে তোলপাড় বঙ্গ রাজনীতি।

নিউজবাংলা,কলকাতা :কয়লাকাণ্ডেরপুরনোমামলায়বৃহস্পতিবারসকালথেকেচরমনাটকীয়তাতিলোত্তমায়।নির্বাচনীকৌশলরচনাকারীসংস্থাআইপ্যাক-এর (I-PAC) কর্ণধারপ্রতীকজৈনেরবাড়িএবংসল্টলেকেরদফতরে (Kolkata)কেন্দ্রীয়তদন্তকারীসংস্থাইডি-রহানারমাঝেইসশরীরেহাজিরহলে…

 

নিউজবাংলা, কলকাতা : কয়লাকাণ্ডের পুরনো মামলায় বৃহস্পতিবার সকাল থেকে চরম নাটকীয়তা তিলোত্তমায়। নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা আইপ্যাক-এর (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের দফতরে (Kolkata) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি- হানার মাঝেই সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু হাজির হওয়াই নয়, তদন্ত চলাকালীন আইপ্যাক-এর অফিস থেকে একাধিক ফাইল গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের গাড়িতে তুলে নিয়ে এলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপকে সরাসরিঅপরাধবলে তোপ দেগেছেন তৃণমূলনেত্রী।

বৃহস্পতিবার সকালে ইডি আধিকারিকরা যখন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, তখনই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। প্রতীকের বাড়িতে খালি হাতে ঢুকলেও বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে দেখা যায় একটি সবুজ রঙের ফাইল। বাইরে বেরিয়েই মেজাজ হারান তিনি। অভিযোগ করেন, “ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি।সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আর আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন!”

লাউডন স্ট্রিট থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যান সল্টলেকে আইপ্যাক-এর দফতরে। সেখানে তখন কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা। মূল গেট সিল করে দেওয়া হয়েছিল। তবে দমে যাননি মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা না বাড়িয়ে তিনি ভবনের বেসমেন্ট দিয়ে লিফটে চড়ে সোজা পৌঁছে যান ১১ তলায়, আইপ্যাক-এর অফিসে। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা কাটান তিনি।

মুখ্যমন্ত্রী বেরোনোর সময় দেখা যায়, পুলিশকর্মীরা আইপ্যাক-এর অফিস থেকে একাধিক ফাইল কাগজপত্র নিয়ে এসে মমতার গাড়ির পিছনের আসনে রাখছেন। এই দৃশ্য ঘিরে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয় সেক্টর ফাইভ এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী এলাকা ঘিরে ফেলে।

আইপ্যাক-এর দফতর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাঁর দলের নির্বাচনী কৌশল এবং গোপন তথ্যট্রান্সফারবা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ইডি। মমতার কথায়:

আমি মনে করি এটা অপরাধ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল। আমাদের নির্বাচনী কৌশল, প্রার্থীতালিকা দলের ভেতরকার তথ্য চুরির চেষ্টা হচ্ছে। রাজ্যে এখন এসআইআর-এর (SIR) কাজ চলছে, সেই সংক্রান্ত তথ্যও হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে।

ইডি সূত্রে খবর, দিল্লির একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে নির্বাচনী রণকৌশল নির্ধারণকারী সংস্থার দফতরে কেন এই হানা, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কয়লাকাণ্ডে একাধিকবার তলব করেছে ইডি। কিন্তু আইপ্যাক-এর অফিসে খোদ মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া এবং সেখান থেকে ফাইল উদ্ধার করার ঘটনাকেনজিরবিহীনবলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 #BreakingNews  #MamataBanerjee #EDRaid #IPAC #KolkataPolitics #TMCvsBJP #PratikJain #NewzBangla


No comments