NewzBangla Desk : জ্যোতিষ গণনা কোনও তন্ত্রমন্ত্রের ফল নয়, ইহা সম্পূর্ণরূপে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর করে গননা মাত্র। আপনার আজকের দিনটি (Horoscope) কেমন কাটবে সেই সম্পর্কে আমাদের নিয়মিত প্রতিবেদনে নজর রাখুন-মেষ :অন্যমনস্…
NewzBangla Desk : জ্যোতিষ গণনা কোনও তন্ত্রমন্ত্রের ফল নয়, ইহা সম্পূর্ণরূপে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর করে গননা মাত্র। আপনার আজকের দিনটি (Horoscope) কেমন কাটবে সেই সম্পর্কে আমাদের নিয়মিত প্রতিবেদনে নজর রাখুন-
মেষ : অন্যমনস্কতা বা উদাসীনতায় কর্মক্ষেত্রে ভুলভ্রান্তির জন্য অবনমন ও দূরে বদলির AGRA! মূল্যবান দ্রব্যাদি হারিয়ে গেলেও ফেরত পাওয়ার সম্ভাবনা কম। লটারি বা ফাটকায় প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃয : কর্মস্থলে সঙ্কটে উদ্বেগ ও উত্তেজনা বাড়লেও স্বাস্থ্যের খাতিরে তা প্রশমন করা একান্ত প্রয়োজন। বন্ধুর গৃহে প্রীতি অনুষ্ঠানে কোনও আত্মীয়ের বিরূপ আচরণে রসভঙ্গ।
মিথুন : শত্রুভাবাপন্ন সহকর্মীদের জোটবদ্ধ ষড়যন্ত্র বানচাল করে কর্মে অগ্রগতি অব্যাহত। আইন আদালত এড়িয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সু সমাধানের আশা।
কর্কট : সম্ভানকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে অশাস্তি চরম আকার ধারণ করতে পারে। হজমের সমস্যার ব্যাপারে সাবধানতা অবলম্বন না-করলে পরে পত্তাতে হতে পারে।
সিংহ : মৌলিক চিন্তা ও কর্মপরিকল্পনার সফল রূপায়ণে কর্মে উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। দূরে বসবাসকারী প্রিয়জনের আগমনের সংবাদে সংসারে খুশির হাওয়া। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা ও কাজকর্মে বাধা।
কন্যা : কর্মস্থলে অন্যমনস্কতা বা উদাসীনতার খেসারত দিতে হতে পারে। আত্মীয়ের সঙ্গে তুচ্ছ কারণে বিবাদে মানসিক ক্লেশ ও সম্পর্কে শীতলতা। গৃহনির্মাণের ব্যাপারে মনের মতো যোগাযোগ হতে পারে।
তুলা : নিজ সিদ্ধান্তে অবিচল থাকবেন। ব্যবসা ঘিরে প্রতিপক্ষের সঙ্গে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে।
বৃশ্চিক : জলীয় দ্রব্যের ব্যবসায় আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। বাইরের লোকজনের কথায় কান দিলে ভুল হওয়ার সম্ভাবনা। বছদিন আটকে আছে এমন কাজের ব্যাপারে আশানুরূপ ফল পাবেন না।
ধনু : প্রতিবাদী মনোভাব কর্মক্ষেত্রে জটিলতা বাড়াতে পারে। কেনাকাটা করার ইচ্ছে আর্থিক অসুবিধার জন্য পূরণ হবে না। সাধুসজ্জনের Afar ও সাহচর্যে মানসিক শাস্তি ও ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি।
মকর : পৈতৃক ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধে সংসারে অশান্তি বাড়বে। ARTA উপরে এর প্রভাব পড়তে পারে। প্রিয়জনের শুভ লাভ ত্বরাস্বিত হতে পারে।
কুস্ত : বুদ্ধিবলে ও সময়োচিত সাহসে শত্রুর চাল ভেস্তে দিতে পারেন। গুরুজনের হঠাৎ স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ, বহু ব্যয়ে নাজেহাল ও কাজকর্ম ব্যাহত হতে পারে।
মীন : সম্পত্তি সংস্কার ও নবনির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই ভাল। বহুমুখী প্রতিভার বিকাশের সুবাদে নামী সংস্থায় কাজের সুযোগ আসতে পারে।
দিনপঞ্জিকা
দৃকসিদ্ধ : ২৫ অগ্রহায়ণ, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর।
সপ্তমী তিথি দিবা ১-৫৮ পর্যন্ত ও পূর্ফন্তুনী নক্ষত্র রাত্রি ৩-৫৬ পর্যন্ত।
বারবেলা দিবা ২-১০গতে অস্তাবধি। অমৃতযোগ দিবা ৭-৩৫ মধ্যে ও ১-১৬ গতে ২-৪১ মধ্যে।
রাত্রি ৫-৪২গতে ৯-১৬ মধ্যে ও ১১-৫৬ গতে ৩-৩০ মধ্যে পুনঃ ৪-২৪ গতে উদয়াবধি।
অন্য পঞ্জিকা
: ২৪ অগ্রহায়ণ, বৃহস্পতিবার,
১১
ডিসেম্বর।
সপ্তমী তিথি রাত্রি ৬-৫০ পর্যন্ত ও মঘা নক্ষত্র দিবা ৮-১৪ পর্যন্ত।
বারবেলা দিবা ৩-২৮ গতে ৪-৪৮ মধ্যে। অমৃতযোগ দিবা ৭-৩৫ মধ্যে ও ১-৫ গতে ২-৪০ মধ্যে
রাত্রি ৫-৪ গতে ৯-৫ মধ্যে ও ১১-৫ গতে ৩-৩০ মধ্যে ও 8-39 গতে ৬-১১ মধ্যে।
জগন্মাতা শ্রীশ্রীসারদাদেবীর পুণ্য জন্মতিথিতে বেলুড় শ্রীরামকৃষ্ণ মঠে বিশেষ পূজানুষ্ঠান। ইউনিসেফ দিবস।

No comments